আজকাল ওয়েবডেস্ক: টেনেটুনে দশ মিনিট মাঠে ছিলেন। তাও নির্ধারিত সময় এবং সংযুক্তি সময় মিলিয়ে। তাতেই ম্যাচের সেরা। গত কয়েক বছরে আইএসএলে এমন উদাহরণ আছে বলে মনে পড়ে না। কিন্তু শনিবাসরীয় রাতে গ্রেগ স্টুয়ার্টের ম্যাজিকে এমন অভিনব ঘটনাই ঘটল। চোট সারিয়ে দু'ম্যাচ পরে মাঠে ফিরেই ম্যাচের সেরা। তাও আবার মাত্র দশ মিনিট খেলে। অবাক খোদ গ্রেগ। কোচ তাঁকে এই খবর দেওয়ায় প্রথমে বিশ্বাস হয়নি। স্টুয়ার্ট বলেন, 'আমি একেবারেই ভাবিনি ম্যাচের সেরা হব। কোচ আমাকে বলায় আমি হাসতে শুরু করি। প্রথমে বিশ্বাস হয়নি। সাধারণত পুরো ম্যাচ খেললে বা ম্যাচের অধিকাংশ সময় খেললে ম্যাচের সেরার পুরস্কার দেওয়া হয়। কিন্তু আমি খুব বেশি হলে ১০ মিনিট খেলেছি। এর আগে আমার সঙ্গে এমন হয়েছে বলে মনে পড়ে না।'

স্টুয়ার্ট নামার পর ম্যাচের রং বদলে যায়। তার আগে গোলমুখ খুলতে পারেনি মোহনবাগান। খেলা ড্রয়ের দিকেই এগোচ্ছিল। এর আগে ওয়েন কয়েলের কোচিংয়ে খেলেছেন স্টুয়ার্ট। জানতেন ম্যাচটা কঠিন হবে। তবে শেষমেষ তিন পয়েন্ট পেয়ে তৃপ্ত। একইসঙ্গে সতীর্থ কামিন্স গোল পাওয়ায় খুশি স্কটিশ তারকা। স্টুয়ার্ট বলেন, 'আমি শেষ দুটো ম্যাচ খেলতে পারিনি। এই সপ্তাহে কয়েকদিন ট্রেনিং করি। জানতাম বেঞ্চে থাকলে প্রয়োজনে শেষ ১০ মিনিট দলকে সাহায্য করতে পারব। চেন্নাই ভাল দল। আমি ওয়েন কয়েলকে ভালভাবে চিনি। জানতাম ম্যাচটা কঠিন হবে। ওরা ম্যান প্রতি মার্ক করে। কিন্তু আমরা সংকল্প দেখিয়েছি। শেষদিকে আরও গোল করার সুযোগ ছিল। কিন্তু দু'বার ক্রসবারে লাগে। হয়তো আমরা আরও ভাল খেলতে পারতাম। তবে সব ম্যাচ সমান হয় না। আমি জেসনের জন্য খুব খুশি। ও এবার খুব বেশি খেলার সুযোগ পায়নি। তাই ওর জন্য এবং দলের জন্য তিন পয়েন্ট পেয়ে খুশি।' শনি রাতে ম্যাচের ৮৫ মিনিটে তিনি নামার সময় স্টেডিয়ামে স্টুয়ার্টের নামে জয়ধ্বনি হয়। তাতে আবেগতাড়িত স্কটিশ তারকা। আগের দিন ম্যাচে বিদেশি ফুটবলারদের নিয়ে টিফো মন কেড়েছে তাঁর। বিমানবন্দরে পা রাখা থেকে আজ পর্যন্ত সমর্থকদের পাশে পেয়ে আপ্লুত স্টুয়ার্ট। মরশুম শেষে প্রতিদানে সমর্থকদের ট্রফি দিতে চান মোহনবাগানের ম্যাজিশিয়ান।