আজকাল ওয়েবডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুক্রবার নামছে ভারত। অনেকেই মনে করছেন, ভারত এই লড়াইয়ে কিছুটা হলেও এগিয়ে রয়েছেন। কারণ ভারতের সহকারী কোচ মর্নি মর্কেল। তিনি দক্ষিণ আফ্রিকার প্রাক্তন বোলার। প্রোটিয়া ব্রিগেডের নাড়িনক্ষত্র সবই জানা মর্কেলের। সেই কারণে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ রসিকতা করে মর্কেলকে শত্রু বলে উল্লেখ করেন। সাউথ আফ্রিকা ২০-এর সিজন ফোরের উদ্বোধনী অনুষ্ঠানে স্মিথ মজা করে জানান, মর্কেল এখন শত্রুশিবিরের কোচ। তাই তাঁকে দক্ষিণ আফ্রিকার সেরা বোলারদের তালিকায় রাখেননি মর্কেলকে। তাঁকে উদ্দেশ্য করে স্মিথ বলেন, ''ও এখন অন্য প্রান্তে।'' 

ভারতে এসে টেস্ট সিরিজ জেতা হয়নি দক্ষিণ আফ্রিকার। তেম্বা বাভুমা কি পারবেন দক্ষিণ আফ্রিকাকে সেই 'অধরা মাধুরী' এনে দিতে? 

পারতেই পারেন। ভারতের মাটিতে এসে সিরিজ জিততেও পারে দক্ষিণ আফ্রিকা। কারণ বাভুমার নেতৃত্বেই 'চোকার্স' ট্যাগ ঘুচিয়েছে দক্ষিণ আফ্রিকা। ফলে ভারতের মাটিতে স্বপ্নপূরণ হবে না কেন? 

ভারতকে হারানোর জন্য বাভুমা সাহায্য নিচ্ছেন কেন উইলিয়ামসনের। 

ভারতের মাটিতে এসে নিউ জিল্যান্ড ৩-০-এ হারিয়ে গিয়েছে গৌতম গম্ভীরের দলকে। তখন রোহিত শর্মার হাতে ছিল দলের রিমোট কন্ট্রোল। কিন্তু রোহিত ও বিরাট কোহলি যে টেস্ট ফরম্যাট থেকে সরে গিয়েছেন এখন। নতুন অধিনায়ক। অপেক্ষাকৃত তরুণ দল ভারতের। এই দল নিয়েই ইংল্যান্ডের মাটিতে সিরিজে সমতা ফিরিয়েছে তারা। ওয়েস্ট ইন্ডিজকে মাটি ধরিয়েছে। এবার সামনে দক্ষিণ আফ্রিকা। 

বাভুমা সাহায্য চেয়েছিলেন কেন উইলিয়ামসনের কাছ থেকে। সেকথা তিনি জানান সাংবাদিক বৈঠকে। হাসতে হাসতে বাভুমা বলেন, ''ও আমাদের তথ্য সাহায্য করত। ওই আমাদের অ্যানালিসিস গাই। কয়েক মাস আগে ভারতে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কেন উইলিয়ামসনের সঙ্গে দেখা হয়েছিল আমার। কয়েকটা বিষয় আমি জানতে চেয়েছিলাম। সব ব্যাপার খুল্লমখুল্লা জানায়নি আমাকে। কিন্তু আমাকে বলেছিল, দেখো যাতে টসটা জিততে পারো। ফলে আমি আমার টস করার দক্ষতায় শান দিচ্ছিলাম।''