আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের মেগা নিলামের আগে ঘর গুছিয়ে নিতে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে ফ্র্যাঞ্চাইজিরা। তবে রিটেনশনের নিয়মকানুন স্পষ্ট না হওয়া পর্যন্ত এগোনো সম্ভব হচ্ছে না। শনিবার বেঙ্গালুরুতে আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠক। আশা করা যাচ্ছে, এই মিটিংয়েই চূড়ান্ত হয়ে যাবে রিটেনশনের সংখ্যা এবং নিয়মাবলী। অর্থাৎ কয়েকঘন্টার মধ্যেই এই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। বৈঠকের পর শনিবারই আনুষ্ঠানিক ঘোষণা করা হতে পারে। খুব বেশি হলে রবিবারের মধ্যে ঘোষণা হবেই। সূত্রের খবর অনুযায়ী, শেষ মিনিটে গভর্নিং কাউন্সিলের বৈঠকে ডাকা হয়েছে। শুক্রবার বিকেলে সদস্যদের মিটিংয়ের নোটিস পাঠানো হয়। রবিবার বোর্ডের সাধারণ সভা রয়েছে। রিটেনশনের নিয়ম ঘোষণার আগে সেই সভাতেও পেশ করা হতে পারে।

নভেম্বরের শেষে সংযুক্ত আরব আমিরশাহিতে মেগা নিলাম হওয়ার কথা। এদিনের গভর্নিং কাউন্সিলের বৈঠকে সেই দিনক্ষণও নির্দিষ্ট করা হতে পারে। রিটেনশনের সংখ্যা নিয়ে বেশ কয়েকদিন ধরে বিভিন্ন জল্পনা চলছে। দুই থেকে আটের মধ্যে নম্বর ঘোরাফেরা করছে। শোনা যাচ্ছে, পাঁচ থেকে ছ'জনকে রাখা যাবে। তারমধ্যেই অন্তর্ভুক্ত থাকবে 'রাইট টু ম্যাচ কার্ড।' আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠকের পর পুরো বিষয়টার খোলসা হবে।