আজকাল ওয়েবডেস্ক: এক ম্যাচ বাকি থাকতেই শুক্রবার কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে খেলার ছাড়পত্র পেয়ে গিয়েছে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। সেই আনন্দের রেশ মেলাতে না মেলাতেই ভেসে এল দুঃসংবাদ।
ইউকেএসসি-র গোলকিপিং কোচ প্রশান্ত দে শনিবার দুপুরে প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪১। কোচ দীপক মণ্ডলের দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন প্রশান্ত দে। এদিন অনুশীলন করাতে করাতেই ঢলে পড়লেন মৃত্যুর কোলে।
শনিবার দুপুর দুটো নাগাদ সল্টলেকের সেন্ট্রাল পার্কে বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাকাডেমির প্র্যাকটিসে নেমে পড়েছিলেন প্রশান্ত। প্র্যাকটিস শুরুর প্রায় সঙ্গে সঙ্গেই মাঠে লুটিয়ে পড়েন তিনি। দুপুর পৌনে তিনটে নাগাদ তাঁকে নিয়ে যাওয়া হয় মাঠ লাগোয়া আইএলএস হাসপাতালে। বেলা সাড়ে তিনটেয় হাসাপাতাল থেকে জানানো হয় স্ট্রোকে আক্রান্ত হয়েই মারা গিয়েছেন প্রশান্তবাবু।
গড়িয়া নিবাসী প্রশান্ত দে এদিন সকালে তাঁর আবাসনের বাচ্চাদের প্র্যাকটিস করিয়েছিলেন। অনুশীলনের পরে স্নান-খাওয়া সেরে কিছুক্ষণ বিশ্রাম নিয়েই পৌঁছে গিয়েছিলেন সল্টলেকের সেন্ট্রাল পার্কে। যে ফুটবল মাঠ ছিল তাঁর ভালবাসার জায়গা, সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।
শুক্রবারই ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব পৌঁছে গিয়েছে প্রিমিয়ার ডিভিশনে। আনন্দে মেতে উঠেছিলেন ক্লাবের সবাই। সেই উদযাপনে শামিল ছিলেন প্রশান্ত দে-ও। চলতি মরশুমের গোড়া থেকেই তিনি যুক্ত ছিলেন ক্লাবের সঙ্গে। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ ক্লাবের সবাই। শোকের ছায়া ময়দানেও।
