আজকাল ওয়েবডেস্ক: আগের ম্যাচে বল হাতে ভেল্কি দেখিয়ে তিনি ম্যাচের সেরা হয়েছিলেন। সেই ম্যাচের রেশ এখনও যায়নি। এর মধ্যেই ফের বল হাতে নায়ক অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েল। কেবলমাত্র বোলিং করেই তিনি দু'ম্যাচে সেরা হলেন। টি-টোয়েন্টি ফরম্যাটে ম্যাচ সেরা হওয়ার রেকর্ডে আরও ম্যাড ম্যাক্স আরও একধাপ এগিয়ে গেলেন ক্যারিবিয়ান দৈত্য ক্রিস গেইলের দিকে।

মেজর লিগ ক্রিকেটে ওয়াশিংটন ফ্রিডমের হয়ে তিনি ২৯ রানের বিনিময়ে নেন ৩টি উইকেট। নিউ ইয়র্কের বিরুদ্ধে চার ওভারে ২৯ রান দিয়ে তিন-তিনটি উইকেট নিয়ে জিতে নেন ম্যাচ সেরার স্বীকৃতি। আগের ম্যাচেই ম্যাক্সওয়েল ১২ রানে তিন উইকেট নিয়েছিলেন। ম্যাচের সেরা হয়েছিলেন। 

টি-টোয়েন্টি ফরম্যাটে ম্যাচ সেরা হওয়ার পথে আরও চার দফায় তিন উইকেট নিয়েছেন ম্যাক্সওয়েল। আরও চারবার নেন দুই উইকেট ও আট বার নেন এক উইকেট। সেই ম্যাচগুলোর প্রত্যেকটিতেই ম্যাচ সেরা হওয়ার পিছেন ছিল ব্যাটিং। স্রেফ বোলিং দিয়ে তিনি ম্যাচ সেরা হন তিনবার।

টি-টোয়েন্টি ক্রিকেটে এই নিয়ে ৪৬ বার ম্যাচের সেরা হলেন ম্যাক্সওয়েল। ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক্স হেলস ও ক্যারিবিয়ান অলরাউন্ডার কাইরন পোলার্ডকে ছাপিয়ে এককভাবে তিনি দ্বিতীয়। ২০ ওভারের ক্রিকেটে তার চেয়ে বেশি বার ম্যাচের সেরা হয়েছেন কেবল ক্রিস গেইল।

৪৬৩ ম্যাচে ৬০ বার ম্যাচের সেরা হওয়ার স্বীকৃতি গেইলের কাছে।