আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি ওয়ানডে ফরম্যাট থেকে অবসর গ্রহণ করেছেন তিনি। মেজর লিগ ক্রিকেটে ওয়াশিংটন ফ্রিডমের অধিনায়কত্ব করছেন। সেই অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েল ১৩ ছক্কায় ১০৬ রান করেন লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের বিরুদ্ধে। 

পরিবারের সামনে সেঞ্চুরি হাঁকিয়ে রোমাঞ্চিত ক্যাপ্টেন ম্যাড ম্যাক্স। একই সঙ্গে তাঁর আত্মনিরীক্ষণ রিকি পন্টিংকে তিনি একাধিকবার ডুবিয়ে দিয়েছেন। 

খেলার শেষে ম্যাক্সওয়েলকে বলতে শোনা গিয়েছে, ''আমি নিজেকে আরও একটা সুযোগ দিতে চেয়েছিলাম। ক্যাপ্টেন হিসেবে নিজের সেরাটা তুলে ধরতে হয়। ভারতে মনে হচ্ছিল আমি ঠিকঠাকই বল মারছিলাম। কখনও কখনও রেজাল্ট আসে না। চলার জন্য সময় দেওয়া দরকার। কয়েকটা প্রতিযোগিতায় আমি রিকিকে ডুবিয়েছি। আইপিএলের শেষ পর্বের কয়েকটা ম্যাচে আমি পাঞ্জাবের হয়ে খেলতে পারিনি।'' 

 ওয়াশিংটন ফ্রিডমের অধিনায়ক ম্যাক্সওয়েল। কোচ রিকি পন্টিং। সেই কারণে ম্যাড ম্যাক্স আরও বেশি করে চাইছেন পেন্টিংকে সাফল্য এনে দিতে। এবারের আইপিএলে পাঞ্জাব ফাইনালে পৌঁছেও চ্যাম্পিয়ন হতে পারেনি।