আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলতে ক্যাঙ্গারুদের দেশে রওনা হয়েছে টিম ইন্ডিয়া। এবার একদিনের সিরিজে অধিনায়ক হিসেবে হাতেখড়ি হবে শুভমন গিলের। তরুণ ক্রিকেটারের অধিনায়কত্ব নিয়ে মুখ খুললেন গৌতম গম্ভীর। জানান, গিলের নেতৃত্বের যাত্রা সবে মাত্র শুরু হয়েছে। এখনও অধিনায়কত্বের খারাপ দিনগুলো দেখা বাকি। যা অবশ্যম্ভাবী। তবে শুভমনের কঠিন পরিস্থিতি এবং চাপ সামলানোর ক্ষমতার প্রশংসা করেন। রোহিত শর্মা টেস্ট থেকে অবসর নেওয়ার পর লাল বলের ক্রিকেটে অধিনায়ক করা হয় গিলকে।
ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে হাতেখড়ি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয় গিলের প্রথম সিরিজ জয়। গিলের অধিনায়কত্ব নিয়ে গম্ভীর বলেন, 'সবে শুরু করেছে। এখনও পর্যন্ত মাত্র কয়েকটা টেস্টে নেতৃত্ব দিয়েছে। তবে ওর সবচেয়ে বড় গুণ হল, ও কঠিন পরিস্থিতি এবং চাপ নিতে পারে। ও নিজেকে গড়ে তোলার চেষ্টা করছে। এখনও নেতৃত্বের খারাপ দিনগুলোর মুখোমুখি হয়নি। যা ভবিষ্যতে আসতে বাধ্য। সেটা ব্যক্তিগতভাবে এবং নেতা হিসেবে ওর আসল পরীক্ষা। আমি দেখতে চাই, সেই সময় ও কী করবে। আমি ওকে বলেছি, আমি সবসময় ওকে সমর্থন করতে তৈরি। ওকে আগলে রাখতে চাই। কোচ হিসেবে আমার দায়িত্ব ওর ওপর থেকে চাপ এবং সমালোচনা নিজের কাঁধে নেওয়া। যতক্ষণ ও দলের স্বার্থে সঠিক কাজ করছে, এবং ড্রেসিংরুমে প্লেয়ারদের সঙ্গে স্বচ্ছতা বজায় রাখছে। সেটাই সম্মান আদায়ের ভীত। এখনও পর্যন্ত ও দুর্দান্ত। কঠোর পরিশ্রম করছে। সঠিক কাজ করার চেষ্টা করছে। কোচ একজন অধিনায়কের থেকে আর কী আশা করতে পারে?'
অধিনায়কত্বের শুরুতেই ইংল্যান্ডে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েন গিল। শক্তিশালী ইংল্যান্ডের বিরুদ্ধে তরুণ দলকে পরিচালনা করা, তাঁর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। গম্ভীর বলেন, 'গিল অধিনায়ক হওয়ার পর ওর সঙ্গে প্রথম আলোচনা আমার স্পষ্ট মনে আছে। আমরা ওকে বলি, তোমাকে মাঝ সমুদ্রে ছুড়ে ফেলা হয়েছে। হয় তুমি ডুবে যাবে, বা বিশ্বমানের সাঁতারু হবে। ইংল্যান্ডে ৭৫০ রান আমার কাছে খুব গুরুত্বপূর্ণ নয়। চাপের পরিস্থিতিতে যেভাবে নিজেকে মেলে ধরেছে, সেটাই গুরুত্বপূর্ণ। আমার মতে, অধিনায়ক হিসেবে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে। ও দু'মাস বা দশ বছর নেতৃত্ব দিক না কেন, এটা বড় চ্যালেঞ্জ ছিল।' ওভাল টেস্টের পর, গিলকে গম্ভীর জানান, তিনি সবচেয়ে কঠিন টেস্টে উত্তীর্ণ হয়ে গিয়েছেন। বাকি পথ ক্রমশ মসৃণ হয়ে যাবে। গম্ভীর মনে করেন, গিলকে প্রচুর সমালোচনার মুখে পড়তে হয়েছে। যা তাঁর প্রাপ্য নয়। তরুণ অধিনায়কের মানসিকতার প্রশংসা করেন। গম্ভীর বলেন, 'ওর ৭০০-৭৫০ রানে আমি অবাক হইনি। আমি ওর নেতৃত্বে প্রভাবিত হয়ে যাই। ২৫ দিনে আমি ওর মুখে কোনও চাপ বা টেনশনের ছাপ দেখিনি। হাসিমুখে পরিস্থিতির সম্মুখীন হয়েছে। ওর সাফল্য প্রাপ্য।' টেস্ট জেতার পর এবার ফোকাস একদিনের সিরিজে। ১৯ অক্টোবর থেকে শুরু অজিদের বিরুদ্ধে একদিনের সিরিজ।
