আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ আফ্রিকা সফরে দলের সঙ্গে যেতে পারবেন না গৌতম গম্ভীর। বর্ডার-গাভাসকর ট্রফির জন্য সদলবলে অস্ট্রেলিয়া যাবেন ভারতের হেড কোচ। তাঁর পরিবর্তে অন্তর্বর্তী কোচ হিসেবে নাম ঘোষণা করা হল ভিভিএস লক্ষ্মণের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টি -২০ সিরিজে হেড কোচের দায়িত্বে থাকবেন ভারতের প্রাক্তনী। প্রোটিয়াদের বিরুদ্ধে চারটে ম্যাচ খেলবে ভারত। সিরিজ শুরু ৮ নভেম্বর। শেষ ম্যাচ ১৫ তারিখে। দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ৩ নভেম্বর রওনা দেবে ভারতীয় দল। অস্ট্রেলিয়াগামী দল ১০-১১ নভেম্বর নাগাদ ক্যাঙ্গারুদের দেশে পাড়ি দেবে। রিপোর্টে জানানো হয়েছে, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির কোচিং স্টাফ সাইরাজ বাহুতুলে, ঋষিকেশ কানিতকর, শুভদীপ ঘোষ লক্ষ্মণের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে।
প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজে তরুণ দল বাছা হয়েছে। দেশের জার্সিতে প্রথমবার সুযোগ পান রমনদীপ সিং এবং বিজয়কুমার বৈশক। বাংলাদেশ সিরিজে ভাল পারফরম্যান্স সত্ত্বেও চোটের জন্য দলে নেই মায়াঙ্ক যাদব। একই কারণে বাদ পড়েন শিবম দুবেও। গত দু'বছরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে নজর কাড়েন বিজয়কুমার। তারই পুরস্কার পান তিনি। সিনিয়র প্লেয়ারদের মধ্যে রয়েছেন সূর্যকুমার যাদব এবং হার্দিক পাণ্ডিয়া। মিডল অর্ডারে ভরসা তিলক বর্মা এবং রিঙ্কু সিং। ইনিংস ওপেনের দায়িত্ব থাকবে অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসনের ওপর। স্পিনারদের মধ্যে দলে রয়েছেন অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী এবং রবি বিষ্ণোই।
