আজকাল ওয়েবডেস্ক:‌ কৃষ্ণমাচারী শ্রীকান্তকে একহাত নিলেন টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর। 


এটা ঘটনা, রোহিত শর্মাকে সরিয়ে এক দিনের অধিনায়ক করা হয়েছে শুভমান গিলকে। দলে বদল তো হচ্ছেই। সহ অধিনায়ক হয়েছেন শ্রেয়স আইয়ার। তবে একটি বিষয়ে কিন্তু বদল নেই। টিম ইন্ডিয়ায় নিয়মিত হয়ে গিয়েছেন হর্ষিত রানা। যা নিয়ে রীতিমতো কটাক্ষ হচ্ছে। দেশের প্রাক্তন ক্রিকেটার শ্রীকান্ত তো বলেই দিয়েছেন, রানা দলে রয়েছেন শুধুমাত্র গম্ভীরের জন্য।


যার জবাব দিয়েছেন গম্ভীর। তাঁর কথায়, যাঁরা হর্ষিতকে ব্যঙ্গ করে ইউটিউবে ‘ভিউ’ পায়, তাঁদের আচরণ লজ্জাজনক।

 

আরও পড়ুন:‌ অস্ট্রেলিয়া সিরিজের আগে দেশে ফিরলেন বিরাট, দিল্লি বিমানবন্দরে নামতেই ছেঁকে ধরল ভক্তরা 


ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের পর গম্ভীর বলছেন, ‘‌সত্যি কথা বলতে হর্ষিতকে ব্যঙ্গ করা লজ্জাজনক। যদি ইউটিউবে লোক বাড়ানোর জন্য কেউ ২৩ বছর বয়সি একজনের সমালোচনা করে, সেটা অন্যায়। ওর বাবা ক্রিকেট বোর্ডের প্রাক্তন কর্তা বা প্রাক্তন ক্রিকেটার বা প্রবাসী ভারতীয় নয়। ও নিজের যোগ্যতায় ক্রিকেট খেলছে আর সেটাই করতে থাকবে। কোনও বিশেষ একজনকে লক্ষ্য করে মন্তব্য করা অন্যায়। কারও পারফরম্যান্স বিচার করার দায়িত্ব নির্বাচকদের। যদি তুমি একজন ২৩ বছর বয়সি ক্রিকেটারকে নিয়ে সোশাল মিডিয়ায় সমালোচনা কর, তাহলে তোমার মানসিকতা নিয়ে প্রশ্ন তুলব।’‌
এরপরেই গম্ভীর জুড়ে দিয়েছেন, ‘‌যদি তোমার ছেলে ক্রিকেট খেলে আর এই ধরনের হেনস্তা সহ্য করতে হয়, তাহলে কীরকম লাগবে? ওর বয়স ২৩। ৩৩ নয় কিন্তু। আমার সমালোচনা করুন, আমি সহ্য করে নেব। কিন্তু একজন ২৩ বছর বয়সির সমালোচনা করা গ্রহণযোগ্য নয়। নিজের ইউটিউব চ্যানেল চালানোর জন্য এই ধরনের কাজ করা উচিত নয়। ভারতীয় ক্রিকেটের প্রতি তোমাদের একটা নৈতিক দায়িত্ব থাকা উচিত। বিষয়টা শুধু হর্ষিত বলে নয়, বাকিদের ভবিষ্যৎ নিয়েও বলছি।’‌


প্রসঙ্গত, ১৯৮৩ বিশ্বকাপজয়ী শ্রীকান্তের ‘‌চিকি চিকা’‌ নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে। যেখানে নিজের ছেলে অনিরুদ্ধ শ্রীকান্তের সঙ্গে ক্রিকেট নিয়ে আলোচনা করেন তিনি। সেখানে শ্রীকান্ত বলেছিলেন, ‘‌দলে একজনের জায়গাই পাকা। সে হল হর্ষিত রানা। কেউ জানে না কেন ওকে সুযোগ দেওয়া হয়? কেউ পারফর্ম করলেও সুযোগ পায় না, আবার কেউ খারাপ খেললেও তাঁকে নেওয়া হয় না। তার থেকে হর্ষিত রানা হওয়াই ভাল। গম্ভীরের ‘ইয়েসম্যান’ হয়ে থাকলে দলে সুযোগ পাওয়া যায়।’‌ যার পাল্টা এবার দিলেন গম্ভীর।