আজকাল ওয়েবডেস্ক: রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। কিন্তু হাইব্রিড মডেল নিয়ে চর্চা চলছেই। ভারতের একই ভেন্যুতে খেলা নিয়ে সোচ্চার অধিকাংশ। সকলেই মনে করছে, বাড়তি সুবিধা পাচ্ছে টিম ইন্ডিয়া। যদিও রোহিত শর্মা এবং গৌতম গম্ভীর এর বিরোধিতা করেন। দাবি করেন, তাঁদেরও প্রত্যেক ম্যাচে নতুনভাবে মানিয়ে নিতে হচ্ছে। এবার দক্ষিণ আফ্রিকার নিশানায় ভারতের হেড কোচ। প্রোটিয়া মিডিয়ার দাবি, ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেও এই জয় ফাঁপা হবে। দক্ষিণ আফ্রিকার এক ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী, এই প্রসঙ্গে গম্ভীরকে একহাত নেওয়া গিয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জেতার পর সাংবাদিক সম্মেলনে গম্ভীর জানিয়েছিলেন, ভারতীয় দল আইসিসি অ্যাকাডেমিতে প্র্যাকটিস করে। সেখানকার পরিবেশ এবং পরিস্থিতি দুবাই স্টেডিয়ামের থেকে আলাদা। এরই প্রতিবাদ করেছে প্রোটিয়া মিডিয়া।
ভারতীয় হেড কোচের এই মন্তব্যের কটূক্তি করা হয়েছে। রিপোর্টে বলে হয়েছে, 'প্রাক্তন ভারতীয় ওপেনার বোধহয় ভুলে গিয়েছে যে আইসিসি অ্যাকাডেমির সঙ্গে দুবাই স্টেডিয়ামের দূরত্ব কয়েক মিটারের। তবে সেই নিয়ে আমরা কিছু বলছি না। তবে এই প্রসঙ্গে গম্ভীরের ঔদ্ধত্য বিরক্তকর। বোঝাই যাচ্ছে, রবিবার এক বছরেরও কম সময়ের মধ্যে নিজেদের দ্বিতীয় আইসিসি ট্রফি জিতবে ভারত। তবে গম্ভীর যখন দুবাইয়ের রাতের স্কাইলাইনে ট্রফি তুলে ধরবে, ওর মনের ভেতর একটা শূন্যতা থাকবে। যেভাবে ভারত এই ট্রফি জিতবে, একটা ফাঁপা ব্যাপার থেকেই যাবে। যখনই বিজয়ী পদকের দিকে তাকাবে, অবশ্যই খারাপ লাগবে। বাকি দিনের জন্য এটা থেকে যাবে।' টুর্নামেন্টের সেরা দল টিম ইন্ডিয়া। ফেভারিট হিসেবেই ফাইনালে নামবে। সবাই ধরেই নিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতবে ভারত। তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা একাধিক দলের নিশানায় রোহিতরা।
