আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। কিন্তু একই ভেন্যুতে খেলা নিয়ে সমালোচনা থামেনি। মঙ্গলবার ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে সমালোচকদের একহাত নিলেন গৌতম গম্ভীর। তাঁদের বেড়ে ওঠার পরামর্শ দিলেন টিম ইন্ডিয়ার হেড কোচ। রোহিতরা দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির চারটে ম্যাচ খেলেছে। কিন্তু বাকি দলগুলোকে বিভিন্ন স্টেডিয়ামে খেলতে হচ্ছে। ভারতের বিরুদ্ধে খেলার জন্য পাকিস্তান থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে যেতে হচ্ছে দলগুলোকে। সেই নিয়ে সোচ্চার হয় অনেকেই। এবার তার যোগ্য জবাব দিলেন ভারতের হেড কোচ। গৌতম গম্ভীর বলেন, 'কোন অনুচিত সুবিধার কথা বলা হচ্ছে? আমরা আইসিসি অ্যাকাডেমিতে প্র্যাকটিস করি। সেখানকার সঙ্গে স্টেডিয়ামের পরিবেশ এবং পরিস্থিতির মিল নেই। কিছু লোকজনের কান্নাকাটি করা স্বভাব। ওদের বেড়ে ওঠা উচিত।'
ভারতের ইনিংসের ভীত গড়েন বিরাট কোহলি। তাঁকে সঙ্গত দেন শ্রেয়স আইয়ার। শেষদিকে দলকে বৈতরণী পার করান হার্দিক পাণ্ডিয়া এবং কেএল রাহুল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্কোরবোর্ডে প্রভাব ফেলার সুযোগ পাননি ভারতীয় উইকেটকিপার ব্যাটার। তিন ইনিংসে ৮৩ রান করেন। পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট করার সুযোগ পাননি রাহুল। কিন্তু দুই ইনিংসে অপরাজিত থাকেন। প্রমাণ করেন, শেষদিকে দলকে জেতানোর ক্ষমতা তাঁর আছে। ছয় নম্বরে ব্যাট করছেন রাহুল। তাঁর আগে অক্ষরকে খেলানো হচ্ছে। কিন্তু দলে রাহুলের গুরুত্বের বিশেষ উল্লেখ করেন টিম ইন্ডিয়ার কোচ। গৌতম গম্ভীর বলেন, 'আমি সমালোচনার তোয়াক্কা করি না। আমি নিজের কাজটা সততার সঙ্গে করি। আমি ১৪০ কোটি ভারতবাসীর কাছে সৎ। একদিনের ক্রিকেটে রাহুলের গড় ৫০। আমি সমালোচনা নিয়ে ভাবি না। কে কত নম্বরে ব্যাট করল সেই নিয়ে আলোচনা হওয়া উচিত নয়। কতটা প্রভাব ফেলতে পারল, সেটাই আসল। ও ছয় নম্বরে গভীরতা বাড়ায়।' বৃহস্পতিবার লাহোরে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড। রবিবার সেই ম্যাচের বিজয়ীর সঙ্গে খেলবে ভারত।
