আজকাল ওয়েবডেস্ক: গৌতম গম্ভীরের সঙ্গে বিরাটের ‘সম্পর্ক’ নিয়ে কম নিউজপ্রিন্ট খরচ হয়নি। দীর্ঘদিন ধরেই দু’জনের ‘ঠান্ডা’ লড়াই চলছে বলে জল্পনা। গম্ভীর এখন টিম ইন্ডিয়ার হেড কোচ। তিনি মুখ খুলেছেন বিরাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে।
বিরাট এখন আইপিএল নিয়ে ব্যস্ত। আর গম্ভীর মঙ্গলবার গিয়েছিলেন এক অনুষ্ঠানে। সেখানেই গম্ভীর বলেন, টিআরপি বাড়ানোর জন্যই এই সমস্ত করে আসা হচ্ছে। গম্ভীরের কথায়, ‘আমরা বন্ধু ছিলাম, আছি ও থাকব। মাঠে যখন দুই ভিন্ন দলের হয়ে লড়াই চলছে, তখন নিজের দলের হয়ে লড়াই করার অধিকার আপনার আছে। কিন্তু মাঠের বাইরে কী সম্পর্ক সেটা তো আর কেউ দেখতে পায় না। টিআরপির জন্য অনেকে অনেক কিছু বলে। এটা ঘটনা বিরাটের ভারতীয় ক্রিকেটে যা অবদান তা কেউ অস্বীকার করতে পারবে না।’
গম্ভীর মজা করে এটাও বলেছেন, তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডকে জানাবেন, সোশ্যাল মিডিয়ায় তাঁদের দু’জনের সম্পর্ক নিয়ে যেন পোস্ট করা বন্ধ হয়। গম্ভীরের কথায়, ‘এটা দিল্লির দুই ছেলের মজা মাত্র। আর তা নিয়ে সমস্যা হলে বিসিসিআইকে বলব আমাদের নিয়ে পোস্ট করা বন্ধ করে দিতে।’
এই বয়সেও বিরাটের ফিটনেস লেভেল তুঙ্গে। এতটাই যে গম্ভীর মজা করে বলেছেন, একদিন যদি কারও শরীরে ঢোকার সুযোগ হয় তো বিরাটের শরীরে ঢুকব। আর তা ওই ফিটনেসের জন্যই।
প্রসঙ্গত, গম্ভীর জমানায় বর্ডার গাভাসকার ট্রফিতে ব্যর্থ হলেও চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। আইপিএল শেষ হবে ভারতীয় দল যাবে ইংল্যান্ডে পাঁচ টেস্টের সিরিজ খেলতে।
