আজকাল ওয়েবডেস্ক: টেস্ট সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। দেশে ফিরে এলেন টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর। শুক্রবার থেকেই ভারত এ দলের সঙ্গে সিনিয়র দলের প্রস্তুতি ম্যাচ শুরু হওয়ার কথা। তার আগেই দেশে ফিরে এলেন গম্ভীর। জানা গেছে গম্ভীরের মা হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তাই তড়িঘড়ি দিল্লি ফিরে এলেন গম্ভীর।
রেভস্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, গম্ভীরের মা সীমা গম্ভীর হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।
ভারত–ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্ট ২০ জুন শুরু হবে হেডিংলিতে। শোনা যাচ্ছে তার আগেই দলের সঙ্গে যোগ দেবেন গম্ভীর। বৃহস্পতিবার দলের অনুশীলনেও ছিলেন না গম্ভীর। অবশেষে জানা গেলে গুরুতর পারিবারিক সমস্যার জন্য দেশে ফিরে এসেছেন গম্ভীর।
তবে জানা গেছে, ১১ জুন হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন গম্ভীরের মা। এখন সুস্থই রয়েছেন। ১৭ জুন লিডসের হেডিংলিতে প্রথম টেস্টের মাত্র তিন দিন আগে দলের সঙ্গে যোগ দেবেন গম্ভীর।
বিশেষ পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অনুমতি নিয়ে বাড়ি ফিরতে হয়েছে গম্ভীরকে।
