আজকাল ওয়েবডেস্ক: রোহিত শর্মার জায়গায় তাঁকে ভারত অধিনায়ক করার সময়ে টিম ইন্ডিয়ার হেডস্যর গৌতম গম্ভীর ও গিলের মধ্যে কী কথাবার্তা হয়েছিল? তা এতদিন পরে জানালেন গম্ভীর। ভারতীয় দলের হেডস্যর নব্য অধিনায়ককে বলেন, ''গিলের সঙ্গে কী কথাবার্তা হয়েছিল তা আমার মনে আছে। ২৫ বছরের ছোট্ট এক বাচ্চাকে অধিনায়ক করি। আমি ওকে বলেছিলাম, তোমাকে গভীর সমুদ্রে ছুড়ে ফেলা হয়েছে। আমি বলেছিলাম, হয় তুমি ডুবে যাবে নয়তো দারুণ এক সাঁতারু হবে।''
ইংল্যান্ড সফরে দারুণ নেতৃত্ব দেন গিল। নব্য ভারত অধিনায়কের প্রশংসা করে গৌতম গম্ভীর বলেন, ''২৫ বছর বয়সী একটা ছেলে ইংল্যান্ডের মতো দলের বিরুদ্ধে কীভাবে নেতত্ব ও চাপ সামলেছে তা সবাই দেখেছে। ইংল্যান্ডের ব্যাটিং ভয়ঙ্কর ছিল এবং আমাদের অভিজ্ঞতার অভাব ছিল। গিল সবথেকে কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। কিছু লোক গিল সম্পর্কে যে সমালোচনা করেছে তা ঠিক নয়।''
আরও পড়ুন: রান আউট হয়ে ডাবল হান্ড্রেড হাতছাড়া, জয়সওয়ালের আউটের পিছনে দোষ কার?
একদিনের ক্রিকেটেও নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে রোহিত শর্মাকে। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে অধিনায়কত্ব করবেন শুভমন গিল। যার ফলে ২০২৭ বিশ্বকাপে রোহিত শর্মা এবং বিরাট কোহলির খেলা নিয়ে প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে। কয়েকদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল, রোহিতকে নেতৃত্ব থেকে সরানো হতে পারে। শেষপর্যন্ত তিন ম্যাচের একদিনের সিরিজের আগে শুভমনকে অধিনায়ক ঘোষণা করা হয়। একটি রিপোর্ট অনুযায়ী, দলের সংস্কৃতি নষ্ট করতে চায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। অজিত আগরকর স্পষ্ট জানিয়ে তিনজন অধিনায়ক তত্ত্বে বিশ্বাসী নয় তাঁরা। তিন ফরম্যাটে তিন নেতা থাকা সম্ভব নয়। একটি সর্বভারতীয় সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী, নির্বাচকরা রোহিতকে নিজের মর্জি মতো চলতে দিতে চায়নি। তাঁদের ভয়, সেটা দলের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বোর্ডের এক সূত্র বলেন, ''রোহিতের পর্যায়ের একজন অধিনায়ক থাকলে ড্রেসিংরুমে ওর দর্শন চলবে। তবে ও শুধু একদিনের আন্তর্জাতিকে খেলবে। যে ফরম্যাট সবচেয়ে কম খেলা হয়। যা দলের সংস্কৃতি নষ্ট করতে পারে।''
এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও সেঞ্চুরি করেন গিল। নতুন নজির শুভমন গিলের। বিরাট কোহলির রেকর্ড ভেঙে দিলেন ভারতের টেস্ট অধিনায়ক। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি রান গিলের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ধারাবাহিকতা অব্যাহত। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অর্ধশতরানের পর, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শতরান। ১৭৭ বলে একশোয় পৌঁছে যান ভারতের নেতা। টেস্টে তাঁর দশম সেঞ্চুরি। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি রান শুভমনের। দিল্লি টেস্ট নিয়ে মোট ৩৯ ম্যাচ খেলেন গিল। ২৭৫৭ রান। গড় ৪২.৪১। সর্বোচ্চ রান ২৬৯। ইতিমধ্যেই ১০টি শতরান এবং ৯টি অর্ধশতরান করে ফেলেছেন।
আরও পড়ুন: শুভমনের প্রেমে মজলেন 'দিল্লিওয়ালি', মাঠেই প্রেমের প্রস্তাব, ভাইরাল রহস্যময় তরুণীর ছবি...
