আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার শুরু হয়ে যাচ্ছে ভারত–বাংলাদেশ প্রথম টেস্ট। তার আগে বুধবার প্রথামাফিক সাংবাদিক সম্মেলনে এসেছিলেন টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর।
প্রথম এগারো নিয়ে ধোঁয়াশা রেখে দিলেন গম্ভীর। জানালেন, ম্যাচের দিন সকালেই ঠিক হবে প্রথম একাদশ। তবে গম্ভীরের কথায় ইঙ্গিত, ধ্রুব জুড়েল কিংবা সরফরাজ খান প্রথম একাদশে জায়গা পাচ্ছেন না। টেস্টে ফিরে আসা ঋষভ পন্থ ও লোকেশ রাহুল মিডল অর্ডারে থাকবেন। ওপেনিংয়ে রোহিতের সঙ্গে যশস্বীর যাওয়া নিশ্চিত। তিনে যাবেন গিল। চারে কোহলি। চেন্নাইয়ের স্পিনিং ট্রাকের কথা ভেবে ভারত সম্ভবত তিন স্পিনার ও দুই পেসারে খেলবে। তিন স্পিনার হতে চলেছেন অশ্বিন, জাদেজা ও কুলদীপ। দুই পেসার বুমরা ও সিরাজ। তবে চূড়ান্ত দল ঘোষণা হবে ম্যাচের দিন সকালে।
পন্থকে যে বাড়তি গুরুত্ব দিচ্ছেন, তা সাংবাদিক সম্মেলনে ঘোষণা করে দিয়েছেন গম্ভীর। বলেছেন ‘পন্থ দরকারে ওপেন করতে পারে। উইকেটরক্ষক হিসেবে দারুণ। বিধ্বংসী ব্যাটার। ও দলে থাকবে ভারসাম্য বজায় থাকে।’ স্পিনিং ট্রাকে পাঁচদিন ম্যাচ গড়াবে? সাংবাদিকদের প্রশ্নের জবাবে গম্ভীরের স্ট্রেট ড্রাইভ, ‘দক্ষিণ আফ্রিকায় ভারত গেলে তো দু’দিনে ম্যাচ শেষ হয়ে যায়। তখন তো কেউ এটা নিয়ে কথা বলে না।’ বাংলাদেশের স্পিনারদের যে বড় একটা গুরুত্ব দিচ্ছেন না এটা বুঝিয়ে দিয়েছেন গম্ভীর। ভরসা রাখছেন নিজেদের ব্যাটিং ইউনিটের উপর। পাশাপাশি বুমরার ভূয়সী প্রশংসা করেছেন। জানিয়ে দিয়েছেন, ‘ওই বিশ্বের সেরা বোলার।’ স্পিন ফ্রেন্ডলি ট্রাকে বুমরার ভূমিকা যে গুরুত্বপূর্ণ হতে চলেছে তা জানিয়ে দিয়েছেন কোচ। দলের স্পিনারদের প্রশংসার পাশাপাশি বাংলাদেশকে যে গুরুত্ব দিচ্ছেন তারা তা জানাতে ভোলেননি।
