আজকাল ওয়েবডেস্ক: ইডেন গার্ডেন থেকে অনেক কিছু পেয়েছেন। আইপিএলে ক্রিকেটার, অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার পর, মেন্টর হিসেবেও ট্রফি জেতেন। রাহুল দ্রাবিড়ের উত্তরসূরির দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে বড় অবদান রেখেছে কলকাতা। বর্তমানে কঠিন সময়ের মধ্যে নিয়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেট। ক্রিকেট পণ্ডিতদের নিশানায় গৌতম গম্ভীরও। ছয় মাস হয়েছে হেড কোচের দায়িত্ব নিয়েছেন। কিন্তু কপালে জুটেছে শুধুই ব্যর্থতা। বাংলাদেশ সিরিজ ছাড়া কোনও সাফল্য নেই। এবার চেনা এবং পয়া মাঠ থেকেই ভাগ্যের চাকা ঘোরাতে চাইছেন গৌতি। তার আগে ঈশ্বরের শরণাপন্ন ভারতীয় দলের হেড কোচ। বুধ সন্ধেয় ক্রিকেটের নন্দনকাননে একটি নতুন ইনিংস শুরু করতে চলেছেন গম্ভীর। তার আগে মায়ের আশীর্বাদ নিতে ছুটে গেলেন কালীঘাট মন্দিরে। 

মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে ইডেনে ভারতীয় দলের প্র্যাকটিস ছিল। তার আগে কালীঘাটে মা কালির মন্দিরে হাজির টিম ইন্ডিয়ার হেড কোচ। সঙ্গে কয়েকজন সাপোর্ট স্টাফ। হাত জোড়‌ করে, চোখ বন্ধ করে, মনোযোগ দিয়ে দেবীর আরাধনা করতে দেখা যায় গম্ভীরকে। এরপর দু'হাতে মা কালির মূর্তি ছুঁয়ে প্রণাম করেন। তারপর করেন আরতি। শেষে মা কালির মূর্তিতে মাথা ঠুকে প্রণাম করেন গম্ভীর। প্রণামীও দেন। কোচিং জীবনে এখনও তেমন সাফল্য নেই। বিরাট কোহলি, রোহিত শর্মার পাশাপাশি তাঁর পারফরম্যান্সের দিকেও নজর থাকবে বোর্ডের। ইতিমধ্যেই লাল বল এবং সাদা বলের ক্রিকেটে আলাদা কোচ রাখার দাবি উঠেছে। যা গম্ভীরের কানেও হয়তো গিয়েছে। মুখে স্বীকার না করলেও, যথেষ্ট চাপে আছেন টিম ইন্ডিয়ার হেড কোচ। জানেন, ইংল্যান্ড সিরিজ জেতা ছাড়া গতি নেই। গুরুত্বপূর্ণ সিরিজ শুরুর আগে পুজো সারলেন গৌতি। মন্দির থেকে ইডেনে অনুশীলনে যোগ দেন। প্রসঙ্গত, আইপিএলে কেকেআরের মেন্টর হিসেবে যাত্রা শুরু করার আগেও কালীঘাটে পুজো দিয়েছিলেন গম্ভীর। এমনকী মাঠে উইকেট পুজো হয়। উইকেটের ওপর ফুল, মালা পরানো ছিল নাইটদের প্র্যাকটিসের প্রথম দিন। এবারও হয়তো সেই ট্রেন্ড ভাঙতে চাননি গম্ভীর।