আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার থেকে শুরু সিডনি টেস্ট। গৌতম গম্ভীর, রোহিত শর্মার অগ্নিপরীক্ষা। ভারতের সামনে সিরিজ ড্র করার সুযোগ। গুরুত্বপূর্ণ সিডনি টেস্টে নামার আগে বাকি দলের থেকে দূরে সরে গিয়ে যশপ্রীত বুমরার সঙ্গে একান্তে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা যায় গম্ভীরকে। এই আলোচনা যে শুধুই তারকা পেসারের বোলিং নিয়ে,‌ তেমন মনে হয় না। হয়তো বুমরার সঙ্গে সিডনি টেস্টের কৌশলও আলোচনা করে নেন ভারতের হেড কোচ। পাঁচ ম্যাচের সিরিজে ১-২ এ পিছিয়ে ভারত। বর্ডার-গাভাসকর ট্রফি ড্র করতে, শেষ টেস্ট জিততেই হবে টিম ইন্ডিয়াকে। 

বুমরার সঙ্গে গম্ভীরের আলোচনা চলাকালীন বিরাট কোহলি, রোহিত শর্মা, যশস্বী জয়েসওয়াল, সরফরাজ খান, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজাকে ওয়ার্ম আপ করে ফুটবল খেলতে দেখা যায়। ওয়াশিংটন সুন্দরের সঙ্গে ফিল্ডিং প্র্যাকটিস করেন শুভমন গিল। বুমরার সঙ্গে কথা বলার পর মুখ্য নির্বাচক অজিত আগরকরের সঙ্গে আলোচনা করেন টিম ইন্ডিয়ার হেড কোচ। যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। মাঠের এই ঘটনা ড্রেসিংরুমের অশান্তির একটা আভাস দেয়। তবে সাংবাদিক সম্মেলনে যা পুরোপুরি অস্বীকার করেন গম্ভীর। জানান, কোচের সঙ্গে প্লেয়ারদের আলোচনা ড্রেসিংরুমেই সীমাবদ্ধ থাকা উচিত। তাঁর সঙ্গে দলের সিনিয়র প্লেয়ারদের মত পার্থক্যের কথাও অস্বীকার করেন গম্ভীর। জানান, তাঁদের মধ্যে শুধুমাত্র ম্যাচ জেতার স্ট্র্যাটেজি নিয়েই আলোচনা হয়।