আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে ধরাশায়ী হয়েছে টিম ইন্ডিয়া। নিজেদের চালই বুমেরাং হয়ে ফিরেছে। ইডেনে প্রথম টেস্ট হারের পর নির্বাচক এবং টিম ম্যানেজমেন্টের সমালোচনায় ভেঙ্কটেশ প্রসাদ। প্রথম দু'দিন আধিপত্য বিস্তার করার পর তৃতীয়দিন বাজি উল্টে যায়। প্রোটিয়াদের কাছে আত্মসমর্পণ ভারতের। ১২৪ রান তাড়া করতে নেমে, ৯৩ রানে শেষ হয়ে যায় টিম ইন্ডিয়ার ইনিংস। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেননি শুভমন গিল। প্রথম ইনিংসে মাত্র তিন বল খেলার পরই ঘারে চোট পান ভারত অধিনায়ক। পর্যবেক্ষণের জন্য শনিবার হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। ভারতের হারের পর, পুরো দায় নির্বাচক এবং গৌতম গম্ভীরের ওপর চাপান প্রাক্তন ভারতীয় পেসার।

দল নির্বাচন নিয়ে প্রশ্ন তোলেন প্রসাদ। পাশাপাশি গম্ভীর দায়িত্ব নেওয়ার পর টেস্টে ভারতের পতনের উল্লেখ করেন। নিজের এক্স হ্যান্ডেলে প্রসাদ লেখেন, 'সাদা বলের ক্রিকেটে আমরা দারুণ খেলছি। কিন্তু এমন প্ল্যানিং নিয়ে আমরা নিজেদের সেরা টেস্ট দল বলতে পারব না। দল নির্বাচনে কোনও স্বচ্ছতা নেই।কোনও ট্যাকটিক্যাল পরিকল্পনা নেই। ইংল্যান্ডে ড্র ছাড়া গত এক বছরে আমাদের লাল বলের ক্রিকেটে রেজাল্ট খুবই খারাপ।' স্পিনার সাইমন হারমার ম্যাচের সেরা। দুই ইনিংস মিলিয়ে আট উইকেট নেন। প্রথম ইনিংসে ৩০ রানে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে কয়েকটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন।জোড়া উইকেট কেশব মহারাজের। পরপর দু'বলে শেষ দুই উইকেট তুলে নেন। তারপরই সেলিব্রেশনে মাতে প্রোটিয়ারা। দুই ম্যাচের সিরিজে এগিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। জয়ের কৃতিত্ব দিতেই হবে তেম্বা বাভুমাকে। দ্বিতীয় দিনের শেষে ৯১ রানে ৭ উইকেট হারালেও তৃতীয় দিন দলকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেন। ১৫৩ রানে শেষ হয়ে প্রোটিয়াদের ইনিংস। একপ্রান্তে উইকেট হারাতে থাকলেও, মাটি কামড়ে পড়ে থাকেন বাভুমা। শেষপর্যন্ত ৫৫ রানে অপরাজিত থাকেন। দক্ষিণ আফ্রিকার অধিনায়কের এই ইনিংস দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে।