আজকাল ওয়েবডেস্ক:‌ রোহিত ও বিরাট টেস্ট থেকে অবসর নিয়েছেন। এখন সামনে দুটো কাজ নির্বাচকদের। টেস্টে নতুন অধিনায়ক বাছা। আর চার নম্বরে বিরাটের জায়গায় কে নামবেন তা ঠিক করা?‌


কেউ কেউ শুভমান গিল কিংবা লোকেশ রাহুলের নাম ভাবছেন চার নম্বরে। কিন্তু দেশের প্রাক্তন টেস্ট ওপেনার সঞ্জয় বাঙ্গার বলছেন চারে করুণ নায়ারের কথা ভাবা উচিত। তাঁর কথায়, ‘‌চারে আমার পছন্দ করুণ নায়ার। যদি ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স মানদণ্ড হয় তাহলে নায়ারের অবশ্যই টেস্ট দলে সুযোগ পাওয়া উচিত।’‌


২০২৪–২৫ মরসুমে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন নায়ার। বিদর্ভের রঞ্জি জয়ের পিছনে বড় ভূমিকা তাঁর। অনেক বড় বড় ইনিংস খেলেছেন করুণ। 
তাছাড়া এটাও ঘটনা ৩৩ বছরের নায়ার দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার যার টেস্টে ত্রিশতরান রয়েছে। অন্য নামটি বীরেন্দ্র শেহবাগ। এবার আইপিএলে দিল্লির হয়ে প্রথম মাঠে নেমেই ৪০ বলে ৮৯ রানের ইনিংস খেলেছিলেন নায়ার। 


নায়ার ছাড়াও বাংলার রঞ্জি ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরনকেও ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে চাইছেন বাঙ্গার। বলেছেন, ‘‌ঈশ্বরন তো প্রচুর রান করেছে। আমার বিশ্বাস ও টেস্ট দলে থাকবে।’‌ 


চলতি সপ্তাহেই সম্ভবত ইংল্যান্ড সিরিজের জন্য টেস্ট দল ঘোষণা করবেন নির্বাচকরা। এখন দেখার নতুন নেতা কাকে বাছা হয়। দলেই বা কী কী চমক থাকে।