আজকাল ওয়েবডেস্ক: প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির হিসেবে ফাইনালে ওঠার নজির গড়ার পরের দিনই অলিম্পিক থেকে বাতিল। ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় ফাইনালে অংশ নেওয়া হয়নি। গত ১৫ দিনে অনেক চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে গিয়েছেন ভিনেশ ফোগাত। তারপর যৌথ পদকের আবেদনও খারিজ করে দিয়েছে আন্তর্জাতিক ক্রীড়া আদালত। তবে তাঁকে নিয়ে দেশবাসীর মধ্যে আগ্রহ, উন্মাদনায় কোনও খামতি নেই। প্যারিস থেকে দেশের মাটিতে পা রাখার পর থেকেই, তাঁকে ভালবাসায় ভরিয়ে দিয়েছে ভারতবাসী। আর্থিক পুরস্কারের ঘোষণাও করা হয়। কিন্তু ভিনেশের স্বামী সোমবীর রাঠি জানান, এই খবর সম্পূর্ণ ভুয়ো। কোনও সংগঠনের থেকে ভারতীয় কুস্তিগির ১৬ কোটি টাকা আর্থিক পুরস্কার পাননি। নিজের এক্স হ্যান্ডেলে সোমবীর লেখেন, 'ভিনেশ ফোগাত কোনও সংস্থা, শিল্পপতি, কোম্পানির থেকে কোনও আর্থিক পুরস্কার পায়নি। তোমরা সবাই আমাদের শুভাকাঙ্ক্ষী। তাই ভুয়ো খবর না ছড়ানোর অনুরোধ করব। এটা শুধু আমাদেরই ক্ষতি করবে না, সামাজিক মানেরও ক্ষতি করবে। এটা শুধুমাত্র সস্তায় জনপ্রিয়তা অর্জন করার চেষ্টা।' এই পোস্টের সঙ্গে ভিনেশের হাতজোড় করা একটি ছবি পোস্ট করেন তাঁর স্বামী। যার নীচে একটি তালিকায় সংস্থা এবং কোম্পানির নাম লেখা রয়েছে। দাবি, তাঁদের থেকে মোট ১৬ কোটি টাকা পেয়েছেন ভারতীয় কুস্তিগির। যা সম্পূর্ণ ভুয়ো বলে উড়িয়ে দেন ভিনেশের স্বামী।
শনিবার দেশে ফেরার পর থেকেই তাঁকে মাথায় করে রেখেছে ভারতবাসী। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে গ্র্যান্ড অভ্যর্থনা দেওয়া হয়। তাঁকে স্বাগত জানাতে হাজির ছিলেন আরও দুই কুস্তিগির সাক্ষী মালিক এবং বজরং পুনিয়া। যাদের দেখে আবেগ ধরে রাখতে পারেননি ভিনেশ। কান্নায় ভাসান। তারপর খোলা জিপে করে তাঁকে নিজের গ্রামে নিয়ে যাওয়া হয়। মাঝরাতে সেখানকার পরিস্থিতি ছিল দেখার মতো। হাজার হাজার গ্রামবাসী উপস্থিত ছিল। ভিনেশকে সোনার পদক দিয়ে বরণ করে নেওয়া হয়। এবার নিজের গ্রামের মেয়েদের জন্য কিছু করতে চান ভিনেশ।
