আজকাল ওয়েবডেস্ক: আর্জেন্টিনা-কলম্বিয়া ম্যাচ মানেই উত্তপ্ত বাক্যবিনিময়, বিতর্ক। বিশ্বকাপের যোগ্যতা পর্বের ম্যাচে মাঠের মধ্যেই উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়লেন লিও মেসি ও হামেস রড্রিগেজ। দুই সুপারস্টারের বাকবিতণ্ডার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। দুই তারকার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় নিয়ে আলোচনা চলছে বিস্তর। 

ম্যাচের দ্বিতীয়ার্ধে বল দখলের লড়াইয়ে  আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজের বুটে আঘাত পান কলম্বিয়ার খেলোয়াড় কেভিন কাস্তানো। তাঁর কপাল দিয়ে রক্ত ঝরে।  রেফারি লাল কার্ড দেখান আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজকে। 

কাস্তানো তখন মাঠে কাতরাচ্ছিলেন। সেই সময়ে দেখা যায়, মেসি ও হামেস মুখে হাত চেপে তর্কবিতর্ক করছেন। দুই তারকা মুখ চেপে কী বলছিলেন, তা জানা না গেলেও 
দক্ষিণ আমেরিকায় ম্যাচ সম্প্রচারকারী টিওয়াইসি স্পোর্টস দাবি করেছে, কলম্বিয়ার হামেসকে এলএম ১০ বলছিলেন, ''তোমরা বলেছিলে আমাদের ফাইনালে সাহায্য করা হয়েছিল। তুমি বড্ড বেশি কথা বল।'' 

রাগত মেসির জবাবে অবাক হয়ে যান হামেস। তিনি বলে ওঠেন, ''কেন? আমি তো কিছু বলিনি।'' 

গতবারের কোপা আমেরিকার ফাইনাল থেকে ঝামেলার শুরু। কলম্বিয়াকে হারিয়ে খেতাব জিতেছিল আর্জেন্টিনা। হামেস রড্রিগেজ বিষয়টা ভোলেননি। সেবারের ফাইনালের পরে কলম্বিয়ান তারকা বিতর্কিত মন্তব্য করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, ব্রাজিলিয়ান রেফারি রাফায়েল ক্লাউস অনেক সুযোগ সুবিধা দিয়েছেন। হামেস বলেছিলেন, তাঁদের প্রাপ্য পেনাল্টি দেওয়া হয়নি। 

সেই সূত্র ধরেই বিশ্বকাপের বাছাই পর্বে উতপ্ত বাক্য বিনিময় হয় মেসি ও হামেসের। ম্যাচ পরিচালনা করছিলেন যে রেফারি, সেই রেফারিকেও ছাড়েননি মেসি।