আজকাল ওয়েবডেস্ক: রঞ্জি থেকে আইপিএলের মঞ্চ। বাজিমাত তরুণ পেসারের। বড় অঙ্কে বিক্রি হলেন হরিয়ানার অংশুল কামবোজ। কপিল দেবের রাজ্যের বোলারকে ৩.৪ কোটিতে কিনল চেন্নাই সুপার কিংস। কয়েকদিন আগে রোহটকে কেরলের বিরুদ্ধে এক ইনিংসে দশ উইকেট নিয়ে ইতিহাস সৃষ্টি করেন। মাত্র ৪৯ রানে ১০ উইকেট তুলে নিয়ে রেকর্ডবুকে নাম তোলেন। ৩৯ বছরে প্রথম বোলার হিসেবে এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার নজির গড়েন। টুর্নামেন্টের ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে এই নজির গড়েন অংশুল। তখনই ফ্র্যাঞ্চাইজিদের নজরে পড়ে যান।
সোমবার জেদ্দায় মল্লিকা সাগর তাঁর নাম ডাকা মাত্র ঝাঁপিয়ে পড়ে ফ্রাঞ্চাইজিরা। ওপেনিং বিড করে দিল্লি ক্যাপিটলস। কিন্তু তাঁকে নিয়ে টানাটানি চলে মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে। শেষপর্যন্ত কার্নালের উঠতি পেসারকে ৩.৪০ কোটিতে নেয় ধোনির দল। গত আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের সদস্য ছিলেন। তিন ম্যাচে ২ উইকেট নেন। নজর কাড়তে পারেননি। অবশ্য সুযোগও তেমন মেলেনি। নিলামে তাঁর বেস প্রাইজ ছিল ৩০ লক্ষ। কিন্তু আনকোরা পেসারের দর যথেষ্ট ভাল ওঠে। আসন্ন আইপিএলে তাঁর দিকে নজর থাকবে।
