আজকাল ওয়েবডেস্ক: কয়েকদিন আগে একটি অনুষ্ঠানে বিনোদ কাম্বলির ছোটবেলার বন্ধু শচীন তেন্ডুলকরের সঙ্গে দেখা হওয়ার একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। তার কয়েকদিন পর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন কাম্বলি। সুনীল গাভাসকর, কপিল দেবরা উদ্বেগ প্রকাশ করেন। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গেলেও, এখনও দুর্বলতা রয়েছে। মুম্বইয়ে একটি অনুষ্ঠানের ভিডিওতে সেটা প্রকট। রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামের ৫০তম বার্ষিকীতে কয়েকজন তারকা ক্রিকেটারকে সংবর্ধিত করে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন। সেই তালিকায় ছিলেন সুনীল গাভাসকর, বিনোদ কাম্বলি। অনুষ্ঠানে যেভাবে কাম্বলি মঞ্চের দিকে হেঁটে যান, বোঝা যায় তিনি এখনও পুরোপুরি সুস্থ নন। গাভাসকরের পা ছুঁয়েও প্রণাম করেন শচীন তেন্ডুলকরের বাল্যবেলার বন্ধু।
২১ ডিসেম্বর মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি হন কাম্বলি। কয়েকদিন পর ছাড়াও পেয়ে যান। কিন্তু এখনও সম্পূর্ণ ফিট হননি। একা হাঁটার ক্ষমতা নেই। তাঁকে ধরে ধরে মঞ্চে নিয়ে যাওয়া হয়। তাঁকে সংবর্ধনা দেওয়ার পর এই আইকনিক ভেন্যুতে নিজের খেলার স্মৃতি ভাগ করে নেন প্রাক্তন তারকা। কাম্বলি বলেন, 'এখানে ইংল্যান্ডের বিরুদ্ধে আমি জীবনের প্রথম দ্বিশতরান করেছিলাম। তারপর কেরিয়ারে একাধিক শতরান করেছি। আমার এবং শচীনের মতো যদি কেউ ভারতীয় দলে খেলতে চায়, তাহলে কঠোর পরিশ্রম করে যেতে হবে। আমরা ছোটবেলা থেকে সেটাই করেছি। কখনও হাল ছাড়িনি।' পরবর্তীতে এই সেলিব্রেশনের অঙ্গ হবেন শচীন তেন্ডুলকর, রোহিত শর্মা এবং দিলীপ বেঙ্গসরকরও।
