আজকাল ওয়েবডেস্ক: যশস্বী জয়সওয়ালকে আউট দিয়ে প্রবল বিতর্কে বাংলাদেশের তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা। তাঁকে তোপ দেগেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর। ভারত অধিনায়ক রোহিত শর্মা অবশ্য বাংলাদেশি আম্পায়ারের পক্ষেই বলেন হিটম্যান।  

প্রাক্তন আম্পায়ার সাইমন টফেল এক বাক্যে থামিয়ে দিয়েছেন যাবতীয় বিতর্ক। তিনি জানান, একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন শরফুদ্দৌলা।  চ্যানেল সেভেনকে দেওয়া সাক্ষাৎকারে টফেল বলেছেন, ''আমার মতে, যশস্বী আউট ছিল। তৃতীয় আম্পায়ার সঠিক সিদ্ধান্ত নিয়েছে শেষে।'' 

প্রযুক্তির সুবিধা কেন নেননি শরফুদ্দৌলা, তা নিয়ে লিটল মাস্টার সোচ্চার হন। সাইমন টফেল কিন্তু এবিষয়ে সানির বিপরীত মেরুর বাসিন্দা। সাইমন টফেল বলছেন, ''প্রযুক্তির প্রোটকল 
থাকলেও, আম্পায়ার যদি খালি চোখেই বুঝতে পারেন বল ব্যাটে লেগেছে, তাহলে প্রযুক্তির সাহায্য নেওয়ার প্রশ্নই নেই। বল ব্যাটে লেগেছে যদি বোঝা যায়, তাহলে ওটাই শেষ কথা।'' 

ভাঙনের মুখে জয়সওয়াল একদিক ধরে রেখেছিলেন তিনি। প্যাট কামিন্সের বাউন্সারে উইকেটকিপার অ্যালেক্স ক্যারের কাছে যশস্বীর  ক্যাচের আবেদন করে অস্ট্রেলিয়া। অন ফিল্ড আম্পায়ার আউট দেননি। কামিন্স রিভিউ নেন। 
রিপ্লেতে দেখা যায় বল ব্যাট ও গ্লাভস ছুঁয়েছে। শরফুদ্দৌলাও সিদ্ধান্ত নেওয়ার সময় জানান, তিনি স্পষ্ট করেই দেখতে পেয়েছেন বলের গতিপথ পরিবর্তন হয়েছে। তবে আরও নিশ্চিত হওয়ার জন্য তিনি স্নিকোর সাহায্য চান।

তখনই যত গন্ডোগোল তৈরি হয়।  স্নিকোতে ধরা পড়েনি যে বল ব্যাটে লেগেছে। স্নিকোর তোয়াক্কা না করেই শরফুদ্দৌলা আউট দিয়ে দেন যশস্বীকে। ভারতের ব্যাটারকে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে। যদিও অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং কিন্তু আম্পায়ারের সিদ্ধান্তকে সমর্থনই করেছেন।