আজকাল ওয়েবডেস্ক: পহেলগাঁও কাণ্ডের পরে দেশের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকরের মন্তব্যে তীব্র চটেছে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা। বিশ্ব বরেণ্য সানি ভাইকে 'বোকা' বলে মন্তব্য করেছেন তাঁরা।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন জনের মৃত্যু হয়েছে। পহেলগাঁও কাণ্ডের জন্য পাকিস্তানকেই দায়ি করা হচ্ছে। এশিয়া কাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে গাভাসকর যে মন্তব্য করেছিলেন তা আগুনে ঘৃতাহুতি দেয়। এশিয়া কাপে পাকিস্তানকে দেখছেন না বলে জানিয়েছিলেন কিংবদন্তি ভারতীয় ওপেনার।
এই মন্তব্যের পরে পাকিস্তানের প্রাক্তন গ্রেট জাভেদ মিয়াঁদাদ বলেন, ''সানি ভাইয়ের মন্তব্য আমি মেনে নিতে পারছি না। সানি ভাই অত্যন্ত শ্রদ্ধার মানুষ। মাটিতে পা দিয়ে চলেন। রাজনীতি থেকে তিনি চিরকালই বহুদূরে।''
প্রাক্তন পাক স্পিনার ইকবাল কাসিম হতাশা গোপন করেননি। তিনি বলেন, ''গাভাসকর দায়িত্বশীল একজন। সীমান্তের দুই পারেই তাঁকে শ্রদ্ধা করা হয়। খেলার সঙ্গে রাজনীতি মেশানো উচিত নয়।''
বাসিত আলি ভারতের প্রাক্তন ওপেনারকে অত্যন্ত শ্রদ্ধা করেন। তাঁর ইউটিউব চ্যানেলে গাভাসকরকে আমন্ত্রণ জানানো হয়েছিল। বাবর আজমের ব্যাটিং স্টান্সে সমস্যা রয়েছে বলে জানিয়েছিলেন সানি ভাই। নিজে ব্যাট ধরে বাবর আজমের জন্য আদর্শ ব্যাটিং স্টান্স দেখিয়ে দিয়েছিলেন। সেই গাভাসকরকে 'নির্বোধ' বলে মন্তব্য করে বসেন বাসিত আলি। তিনি বলেন, ''তদন্ত শেষ হোক। রাজনৈতিক বৈরিতার ঊর্ধ্বে ক্রিকেট।''
