আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বিশ্বকাপ বর্জনের কথা ভাবছে পাকিস্তান। ওয়াসিম আক্রমের মতো প্রাক্তন ক্রিকেটার পাকিস্তানের এহেন নীতির সমালোচনা করেছেন। এবার পাকিস্তানের প্রাক্তন টেস্ট অধিনায়ক মহম্মদ হাফিজ কিন্তু পিসিবির উল্টো সুরে কথা বলছেন। হাফিজ বলছেন, পাকিস্তানের বিশ্বকাপে অংশ নেওয়া উচিত। অর্থাৎ বিশ্বকাপ বর্জনের ভাবনা নিয়ে পাকিস্তানই দ্বিধাবিভক্ত। পিসিবি-র উল্টো মেরুতে অবস্থান করছেন প্রাক্তন ক্রিকেটাররা।
প্রাক্তন টেস্ট ব্যাটার, মুখ্য নির্বাচক ও প্রাক্তন কোচ মহসিন খানও একই সুরে কথা বলেছেন। তিনি বলেন, ''ভারতের সঙ্গে আমাদের না হয় সমস্যা রয়েছে। কিন্তু আমরা তো সব ম্যাচ খেলছি শ্রীলঙ্কায়। তাহলে পিসিবি কেন বিশ্বকাপে দল পাঠাবে না বলে মনে করছে? দল না পাঠালে সেটা আমাদের দেশের ক্রিকেটের জন্য ভাল হবে না।''
ভারতের মাটিতে বাংলাদেশ খেলতে আসবে না, এই ইস্যুতে পাকিস্তান বাংলার বাঘেদের পক্ষ নিয়েছে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বলেছেন, বাংলাদেশের সঙ্গে অবিচার করা হয়েছে। আইসিসি-র দ্বিচারিতায় অসন্তুষ্ট নকভি। এই প্রেক্ষিতে বাংলাদেশের রাস্তায় হাঁটার দিকেই কি এগোচ্ছে পাকিস্তান? টি-টোয়েন্টি বিশ্বকাপ কি বয়কট করবে পাকিস্তানও? এমন পরিস্থিতিতে নকভি জানিয়েছেন, পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে কিনা, তা সরকারের সিদ্ধান্ত অনুযায়ী স্থির হবে।
নকভি বলেছেন, ''আমরা প্রধানমন্ত্রীর ফেরার জন্য অপেক্ষা করছি।'' পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সুইজারল্যান্ডে। পাকিস্তানে তিনি ফেরার পরে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আলোচনা হবে বলে ইঙ্গিত দিয়ে রেখেছেন নকভি।
নকভির এহেন বক্তব্যের প্রেক্ষিতেই প্রাক্তন ক্রিকেটাররা গর্জে উঠেছেন। ওয়াসিম আক্রম বলেছিলেন, বাংলাদেশ খেলছে না বলে পাকিস্তান বিশ্বকাপ বর্জনের কথা ভাবছে। কিন্তু বাংলাদেশ পাকিস্তানের ক্রিকেটের জন্য কী করেছে? পাকিস্তানের উচিত বিশ্বকাপে দল পাঠানো।
