আজকাল ওয়েবডেস্ক: সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে ঈশান কিষাণের বিতর্কিত আউট নিয়ে এবার আগুনে ঘি ঢাললেন জুনেইদ খান। কোনও আবেদন ছাড়াই প্যাভিলিয়নের দিকে হাঁটা মারেন হায়দরাবাদের উইকেটকিপার ব্যাটার। দেখা যায় ব্যাটে বল লাগেনি। এই ফুটেজ ভাইরাল হতেই পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার লেখেন, 'নিশ্চয়ই কোনও গন্ডগোল আছে।' সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে পড়তেই বিতর্কের সৃষ্টি হয়। দীপক চাহারের লেগের দিকের একটি বল গ্ল্যান্স করেন কিষাণ। মুম্বইয়ের উইকেটকিপার রায়ান রিকেলটন এবং চাহার কোনও আবেদনই করেনি। আম্পায়ার বিনোদ শেষণ ওয়াইড বল দিতে গিয়েছিলেন। কিন্তু ঈশান কিষাণকে প্যাভিলিয়নের দিকে হাঁটতে দেখে আউট দেন।
পরে আল্ট্রাএজে দেখা যায় বল ব্যাটে লাগেনি। ব্যাট এবং প্যাড, কোনোটাতেই বল লাগেনি। যা দেখে অবাক ক্রিকেট বিশেষজ্ঞ থেকে ফ্যানরা। কিষাণ আউট হওয়ার পরই হুড়মুড়িয়ে পড়ে সানরাইজার্সের ব্যাটিং লাইন আপ। মাত্র ৩৫ রানে ৫ উইকেট হারায় হায়দরাবাদ। শেষপর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৪৩ রান তোলে। ৩ উইকেট হারিয়ে ১৫.৪ ওভারেই জয়সূচক রানে পৌঁছে যায় মুম্বই। ৪৬ বলে ৭০ রান করেন রোহিত শর্মা। ২৬ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা ট্রেন্ট বোল্ট।
