আজকাল ওয়েবডেস্ক: ফিল সিমন্স, মেহেদি হাসানরা বেশি গুরুত্বই দিচ্ছেন না ভারতকে। এশিয়া কাপে ভারতকে রোখা কঠিন। এখনও পর্যন্ত সূর্যকুমার যাদবের দল চ্যাম্পিয়নের মতোই খেলছে। বাকি দলগুলো অনেক পিছিয়ে বলেই মনে করা হচ্ছে। সুপার ফোরে পাকিস্তানকে মাটি ধরানোর পরে বুধবার ভারতের সামনে বাংলাদেশ।

সেই ম্যাচও কি একপেশে হবে? বাংলাদেশের কোচ ফিল সিমন্স অন্যরকম ভাবনা চিন্তা করছেন। তিনি মনে করেন, টুর্নামেন্টের যে কোনও দলেরই ভারতকে হারানোর ক্ষমতা রয়েছে। বাংলাদেশও ব্যতিক্রম নয়। বাংলার বাঘেরাও হারিয়ে দিতে পারে ভারতকে। শ্রীলঙ্কাকে হারিয়ে তারাও আত্মবিশ্বাসী সূর্যকুমার যাদবের ভারতকে হারাতে পারলেই ফাইনালের রাস্তা প্রশস্ত হয়ে যাবে বাংলাদেশের কাছে।

আরও পড়ুন: ভারতকে হারাতে হবে, পাকিস্তানকে যে দাওয়াই দিলেন ইমরান শুনলে চমকে যাবেন...

ভারতকে হারানোর কৌশল বলে দিচ্ছেন পাকিস্তানের প্রাক্তন তারকা বাজিদ খান। তিনি বলেন, ''ভারতের বিপক্ষে জয় পেতে হলে পাওয়ারপ্লেতে ভুল করা যাবে না। ভারতের ব্যাটাররা বিধ্বংসী। একটু ভুল করলেই ম্যাচ থেকে ছিটকে যেতে হবে। ভারত একেবারেই অন্যরকমের একটা দল। বাংলাদেশের উচিত হবে টস জিতে আগে বোলিং করা এবং শুরুতেই প্রভাব বিস্তার করা।''

ক্রিকেট থেকে অবসর গ্রহণের পরে ধারাভাষ্য দেন বাজিদ। সেই তিনি বাংলাদেশকে পরামর্শ দিয়ে বলছেন, ''ুস্তাফিজ-তাসকিন বাংলাদেশের উইকেটশিকারি। ভারতের বিরুদ্ধে ওদের অন্যভাবে ব্যবহার করতে হবে'' ভারতের বিরুদ্ধে নামার আগে বাজিদের পরামর্শ কী শুনলেন লিটন দাসরা।

ভারতের বিরুদ্ধে নামার আগে মেহেদি হাসান বলছেন, ''বেশি কিছু চিন্তা করছি না। শুধু একটা ক্রিকেট ম্যাচ খেলার জন্য যেভাবে থাকতে হয়, সেভাবেই আছি। প্রতিপক্ষ ভারত নাকি অস্ট্রেলিয়া, ওভাবে চিন্তাই করছি না।'' 

এখনও পর্যন্ত ভারত ও বাংলাদেশের মধ্যে ১৭ বার সাক্ষাহয়েছে টি-টোয়েন্টিতে। তার মধ্যে মাত্র একবারই জিতেছে বাংলাদেশ। ভারত বহু যোজন এগিয়েমেহেদি বলছেন, ''এসব নিয়ে চিন্তাই করছি না। এই হাইপ সৃষ্টি করা। যেভাবে প্রতিটি আন্তর্জাতিক ম্যাচ আমরা খেলে এসেছি, একই ভাবে ভারতের বিরুদ্ধেও খেলব।" 

এখনও পর্যন্ত ভারত ও বাংলাদেশের মধ্যে ১৭ বার সাক্ষাৎ হয়েছে টি-টোয়েন্টিতে। তার মধ্যে মাত্র একবারই জিতেছে। সেই জয় বাংলাদেশ পেয়েছে দ্বিপাক্ষিক সিরিজে। মাল্টিন্যাশনাল টুর্নামেন্টে ভারত ধরাছোঁয়ার বাইরে। বাংলাদেশকে অসাধ্যসাধন করতে হলে নিজেদের উপরে বিশ্বাস রাখতে হবে। সিমন্স মনে করেন, টাইগারদের সেই বিশ্বাস আছে। প্রাক্তন ক্যারিবিয়ান তারকা বলছেন, ''বিশ্বাস তো থাকতেই হবে। আমাদেরও সুযোগ রয়েছে বলে বিশ্বাস করি। ম্যাচ চলাকালীন সুযোগ সুবিধা এলে তার সদ্ব্যবহার করতে হবে আমাদের। সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারলে আমাদের জয়ের সম্ভাবনা রয়েছে ভারতের বিরুদ্ধে।'' 

এখনও পর্যন্ত সূর্যকুমার যাদবের দল চ্যাম্পিয়নের মতোই খেলছে। বাকি দলগুলো অনেক পিছিয়ে বলেই মনে করা হচ্ছে। সুপার ফোরে পাকিস্তানকে মাটি ধরানোর পরে বুধবার ভারতের সামনে বাংলাদেশ। সেই ম্যাচও কি একপেশে হবে? এর উত্তর দেবে সময়। 

আরও পড়ুন: ক্রিকেট মাঠের মতোই বিতর্ক ভারত-পাক ফুটবলে, গোল করে 'চা সেলিব্রেশন' পাক ফুটবলারের