আজকাল ওয়েবডেস্ক: ভারতের এই ভরাডুবির জন্য রোহিত শর্মাই দায়ি। পাকিস্তানের প্রাক্তন তারকা  বাসিত আলি আঙুল তুললেন হিটম্যানের দিকেই। 

নিজের ইউটিউব চ্যানেলে বাসিত বলেছেন, রোহিতের একটা সিদ্ধান্ত গোটা দলের আত্মবিশ্বাস  ভেঙে দিয়েছে। 

ম্যায় ওপেন করুঙ্গা। রোহিত নিজে ওপেন করতে চেয়েছিলেন। ভারত অধিনায়ক ওপেন করার সিদ্ধান্ত নেওয়ার ফলে ফর্মে থাকা লোকেশ রাহুলকে নেমে যেতে হয় ব্যাটিং অর্ডারে। ওপেন করতে নেমে হিটম্যান নিজেও টিকতে পারেননি। দলকেও বিপন্ন করেছেন। 

অধিনায়কের সমালোচনায় বাসিত। তিনি বলছেন, ''একটা সিদ্ধান্ত, ম্যায় ওপেন করুঙ্গা। গোটা দলের আত্মবিশ্বাস ভেঙে দিল। রোহিত নিজে ফর্মে নেই। তার উপরে ফর্মে থাকা লোকেশ রাহুলকে জায়গা চ্যুত করে আরও চাপে ফেলে দিল।'' 

সবাই বলছেন, এখনই অবসর নেওয়া উচিত রোহিতের। বাসিত আলিও সেই সুরেই বলছেন, ''রোহিতের নেতৃত্ব ছাড়ার সময় হয়ে গিয়েছে। শেষ টেস্টে বুমরাকে ক্যাপ্টেন করা হোক।'' 

বাসিত গৌতম গম্ভীরেরও সমালোচনা করেছেন। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে পরামর্শ দিয়ে বলেছেন, লাল ও সাদা বলে বিন্ন ভিন্ন কোচ করা হোক। নইলে ভারত আরও সমস্যায় পড়বে। 

বর্ডার-গাভাসকর ট্রফির ফলাফল এখন ২-১। সিডনি টেস্টে ভারতকে জিততেই হবে। তবেই সিরিজে সমতা ফিরবে। তার পর তাকিয়ে থাকতে হবে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা সিরিজের দিকে। শ্রীলঙ্কার হাতেই এখন ভারতের জিয়নকাঠি।