আজকাল ওয়েবডেস্ক: পারথে জিতে এগিয়ে যাওয়ার পরে অ্যাডিলেডে বিধ্বস্ত হতে হয়েছে টিম ইন্ডিয়াকে। আড়াই দিনে ভারতকে মাটি ধরানোর পরে রোহিত শর্মার দিকে ধেয়ে এসেছে সমালোচনার ঝড়। এই প্রেক্ষিতে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি বলছেন, ভারতের এখন বর্ডার-গাভাসকর ট্রফি জেতার দিকে ফোকাস করা উচিত। নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হওয়ায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের পৌঁছনো নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে।
বাসিত আলি তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন, ''ভারত কি ৪-১-এ সিরিজ জিততে পারবে? মনে হচ্ছে, ভারতের জন্য কঠিন হতে চলেছে সমীকরণ। বর্ডার-গাভাসকর ট্রফি জেতার দিকে ভারতের এখন নজর দেওয়া উচিত। নিউজিল্যান্ডের কাছে ৩-০-এ টেস্ট সিরিজ হারের কথা খুব মনে পড়বে ভারতের। ওদের এখন মনে হবে বড় ভুল হয়ে গিয়েছে।''
প্রাক্তন পাক ক্রিকেটারের মতে, ''ভারত যদি ছিটকে যায়, তাহলে অস্ট্রেলিয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। অস্ট্রেলিয়ার হাতে আরও পাঁচটা ম্যাচ রয়েছে। এটাই ওদের অ্যাডভান্টেজ। ভারতের হাতে রয়েছে মাত্র তিনটি ম্যাচ। ভারত আর অস্ট্রেলিয়ার ফাইনাল হতে পারে।''
১৪ ডিসেম্বর ব্রিসবেনে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট ম্যাচ।
