আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে রোহিত শর্মা হারানো ফর্ম ফিরে পেয়েছেন। সেঞ্চুরি হাঁকিয়ে নিন্দুকদের মুখ বন্ধ করে দিয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মারাত্মক চাপে ছিলেন ভারত অধিনায়ক। সেই চাপ এখন অনেকটাই প্রশমিত হয়েছে। ৯০ বলে ১১৯ রানের ইনিংস প্রশংসিত হয়েছে ওয়াঘার ওপার থেকেও।
পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, ''সব থেকে খারাপ কী হতে পারে? শূন্য রানে ও আউট হবে। কিন্তু ওর সহজাত খেলা চালিয়ে যেতে হবে। ঠিক যেমন ২০২৩ সালের বিশ্বকাপে খেলেছিল। প্রথম ১০ ওভারেই প্রতিপক্ষকে বাইরে পাঠিয়ে দিত।''
বাসিত বলছেন, রোহিত পুরনো সেই শব্দবন্ধনী মনে করিয়ে দিলেন। কথায় বলে, ক্লাস ইজ পার্মানেন্ট বাট ফর্ম ইজ টেম্পোরারি।
বাসিত বলছেন, ''পারফরম্যান্স দিয়ে রোহিত সবাইকে থামিয়ে দিল। আমরা প্রায়ই বলে থাকি ক্লাস ইজ পার্মানেন্ট বাট ফর্ম ইজ টেম্পোরারি। সেটাই প্রমাণিত হল আরও একবার।''
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দু'টি ম্যাচ জিতে ওয়ানডে সিরিজ পকেটে পুরেছে ভারত। তৃতীয় ওয়ানডে ম্যাচ কার্যত নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে।
রোহিত শর্মা অবশ্য এই ম্যাচকে মোটেও নিয়মরক্ষার বলে মনে করছেন না। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারত অধিনায়ক প্রস্তুতির জন্য এই একটিই ম্যাচ পাচ্ছেন। পুরোদস্তুর কাজে লাগানোর চেষ্টা করবেন রোহিত, তা বলাই বাহুল্য।
