আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের ক্রিকেটের পতন বর্তমানে বিশ্বক্রিকেটে অন্যতম আলোচ্য বিষয়। টুর্নামেন্টের আয়োজক দেশ হওয়া সত্ত্বেও একটি ম্যাচও জিততে পারেনি মহম্মদ রিজওয়ানরা। দুটি হারে, একটি ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যায়। গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের পারফরম্যান্স এতটাই খারাপ ছিল, সুনীল গাভাসকর বলেন, ভারতের বি দলও হয়তো পাকিস্তানকে হারিয়ে দেবে। তবে ভারতীয় কিংবদন্তির মন্তব্যের সঙ্গে একমত নন জেসন গিলেসপি। চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগে তাঁকে পাকিস্তান দল থেকে ছেঁটে ফেলা হয়। তাসত্ত্বেও বাবরদের হয়েই সওয়াল করলেন প্রাক্তন পাক কোচ। সানির এই মন্তব্যকে সম্পূর্ণ অর্থহীন বলে উড়িয়ে দেন। বরং, সঠিক প্লেয়ারদের রেখে দেওয়ার পরামর্শ দেন। একইসঙ্গে জানান, দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাঁদের যথাযথ সময় দেওয়া উচিত।
গিলেসপি বলেন, 'আমি ওনার মন্তব্যের সঙ্গে একমত নই। দেখলাম উনি বলেছেন, ভারতীয় বি বা সি দল এই পাকিস্তান দলকে হারিয়ে দেবে। এই দাবি সম্পূর্ণ অর্থহীন। পাকিস্তান যদি সঠিক প্লেয়ার বেছে নেয়, এবং তাঁদের সুযোগ দেয়, শেখার এবং উন্নতি করার সময় দেয়, তাহলে ওরা যেকোনও দলকে হারাতে পারবে। আমার এই নিয়ে কোনও সংশয় নেই।' গত কয়েক বছরে পাকিস্তান দলে একাধিক পরিবর্তন হয়েছে। অধিনায়ক, নির্বাচনী মণ্ডলী থেকে শুরু করে বোর্ডে। আরও কিছু পরিবর্তন আশা করা যাচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর খোল-নলচে বদলে ফেলার চেষ্টা চলছে।
