আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপের জন্য ১৭ জনের দল ঘোষণা করেছে পাকিস্তান। দল থেকে বাদ পড়েন দুই সিনিয়র ক্রিকেটার বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান। আফগানিস্তান এবং সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজ‌ এবং এশিয়া কাপের দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সলমন আঘা দলকে নেতৃত্ব দেবেন। উইকেটকিপার হিসেবে বেছে নেওয়া হয় মহম্মদ হ্যারিসকে। দলে জায়গা পেয়েছেন শাহিন আফ্রিদি। সুযোগ পান ফখর জামানও। তবে বাবর আজম এবং মহম্মদ রিজওয়ানের জায়গা হয়নি। এশিয়া কাপের দলে সুযোগ পান হ্যারিস রউফ, হাসান আলি এবং ফাহিম আশরাফ। তরুণ ক্রিকেটার সাইম আইয়ুব এবং হাসান নওয়াজও সুযোগ পান। 

পাকিস্তান ক্রিকেটের দুই তারকা যে বাদ পড়তে চলেছেন, তার আভাস আগেই পাওয়ায় গিয়েছিল। সম্প্রতি টি-২০ ক্রিকেটে বাবর এবং রিজওয়ানের গড় এবং স্ট্রাইক রেট সবচেয়ে খারাপ। ৩৪ বছর পর ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারে পাকিস্তান। ০-১ এ সিরিজে পিছিয়ে থেকে ২-১ এ জেতে ক্যারিবিয়ানরা। তৃতীয় একদিনের ম্যাচে ২৯৫ রান তাড়া করতে নেমে ৯২ রানে শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস।

আরও পড়ুন: 'হার্দিক ভাইয়ের মতো', সাফল্যের কৃতিত্ব কাকে দিলেন দুবে?

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে শুরুতেই পাকিস্তানের ব্যাটিং অর্ডারে ধস নামে। প্রথম তিন ওভারের মধ্যে টপ অর্ডারে তিন উইকেট হারায় পাকিস্তান। ফেরেন দুই ওপেনার সাইম আয়ুব এবং আবদুল্লা শফিক। শূন্য রানে আউট হন অধিনায়ক মহম্মদ রিজওয়ান। মাত্র ৯ রান করেন বাবর আজম। 

মাত্র ২৯.২ ওভারে অলআউট হয়ে যায় পাকিস্তান। ১৮ রানে ৬ উইকেট নেন জেডেন সিলস। এর আগে সলমন আঘার নেতৃত্বে ২-১ এ টি-২০ সিরিজ জেতে পাকিস্তান। আসন্ন এশিয়া কাপ টি-২০ ফরম্যাটে হবে। পরের টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নেওয়া হবে। যা যুগ্মভাবে আয়োজন করবে ভারত এবং শ্রীলঙ্কা। আগেই জানা গিয়েছিল, একদিনের দলের থেকে আলাদা হবে পাকিস্তানের টি-২০ দল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান ছিলেন না। তাই এশিয়া কাপেও তেমন হওয়ার সম্ভাবনা ছিল‌ই।

এদিকে দুই বর্ষীয়ান তারকাকে না পাওয়া প্রসঙ্গে ওয়াসিম আক্রম বলছেন, ''এই দলটা ভালই করছে। বাবর ও রিজওয়ানকে চার-পাঁচ বছর ধরে সুযোগ দেওয়া হয়েছে। ওরা ভাল করেছে ঠিকই তবে ধারাবাহিক ভাবে ভাল করতে পারেনি। বাবর-রিজওয়ান কেউই নেই। আমার মনে হয় এবার ওদের থেকে সরে যাওয়ার সময় এসেছে। তরুণ প্রতিভাদের সুযোগ দেওয়ার সময় এসে গিয়েছে। তরুণরাও যে খুব ভাল কিছু ইতিমধ্যেই করেছে, তা বলব না। ওদের মানসিকতা বেশ ভাল। হেরে যাওয়ার ভয় নেই ওদের। হেরে যাওয়ার ভয় থাকলে চাপের মুখে ভেঙে পড়তে পারে। ফলে এই ছেলেরা হেরে যেতে হয়তো পারে, কিন্তু ওরা লড়ে যাবে। সলমন আঘা ভাল অধিনায়ক।'' 

১২ সেপ্টেম্বর এশিয়া কাপে অভিযান শুরু করছে পাকিস্তান। তাদের প্রতিপক্ষ ওমান। 

আরও পড়ুন: রোহিত, বিরাট, ধোনির থেকে অধিনায়ক হিসেবে বহু এগিয়ে সূর্য, পরিসংখ্যান সেরকমই বলছে