আজকাল ওয়েবডেস্ক: ১৯৯৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের আমির সোহেলকে বোল্ড করার পরে ভেঙ্কটেশ প্রসাদের প্রতিক্রিয়া নিশ্চয় মনে আছে ক্রিকেটভক্তদের। 

সেই ভেঙ্কটেশ প্রসাদ এবার তীব্র কষাঘাত করলেন পাকিস্তানকে। ভারত পাকিস্তানকে এমন শিক্ষা দেবে যা চিরকাল মনে রাখবে, এমনই কড়া বক্তব্য পেশ করেন প্রসাদ। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান, ভারত ও পাকিস্তান উভয় দেশই সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে। এরপরে ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রি জানান, বিকেল পাঁচটা থেকে ভারত-পাক যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে। 

কিন্তু কোথায় কী! অস্ত্র সংবরণের তিন ঘণ্টার মধ্যেই আবার শপথ ভাঙল পাকিস্তান। ভারতের সীমান্তবর্তী শহরে ড্রোন হামলা করে পাকিস্তান। 

পাকিস্তানের এহেন দ্বিচারিতা দেখে প্রসাদ তীব্র ভাষায়  তিরস্কার করেন পাকিস্তানকে। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ''এই দেশের তিনটি পাওয়ার সেন্টার--সেনাবাহিনী, আইএসআই এবং প্রধানমন্ত্রী। ফলে একজন সম্মত হলেও তিনটি পাওয়ার স্টেশনকে এক বিন্দুতে আনা রীতিমতো অসম্ভব ব্যাপার। গত তিনটি দিনে প্ররোচনা দিয়ে হয়নি, ভারত এবার এমন সবক শেখাবে পাকিস্তানকে যা চিরজীবন মনে রাখবে পাকিস্তান।'' 

শনিবার রাত দশটার পর থেকে সীমান্তবর্তী শহরে আর গুলি বা বোমা বর্ষণ করেনি পাকিস্তান। একই দিনে তিনবার প্রেস কনফারেন্স করেন বিক্রম মিস্রি।