আজকাল ওয়েবডেস্ক: ভারতের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া মনে করেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত অংশ না নিলে আইসিসি-র মেগা ইভেন্টের বলই গড়াবে না। চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে। পাকিস্তান ক্রিকেট বোর্ড রবিবার নিশ্চিত করেছে, আইসিসি-র কাছ থেকে তারা ইমেল পেয়েছে। সেই মেলে জানানো হয়েছে, প্রতিবেশী দেশে খেলতে যাবে না ভারত। এই মর্মে বিসিসিআই চিঠি পাঠিয়েছে আইসিসি-কে।
দুই দেশের মধ্যে টেনশন রয়েছে। দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ হয়ে গিয়েছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড জানিয়ে দিয়েছে পাক মুলুকে তারা দল পাঠাবে না। তার পরিবর্তে হাইব্রিড মডেল অনুসরণ করা হোক। কিন্তু পিসিবি আবার হাইব্রিড মডেল অনুসরণ করবে না।
আকাশ চোপড়া মনে করছেন, ভারত অংশ না নিলে টুর্নামেন্টেই হবে না। আকাশ চোপড়া ব্যাখ্যা দিয়ে বলছেন, ''এটা আইসিসি ইভেন্ট। এই ইভেন্টের জন্য ব্রডকাস্টাররা অর্থ খরচ করে। কিন্তু আইসিসি যদি ভারতের অংশগ্রহণ নিশ্চিত করতে না পারে, তাহলে ব্রডকাস্টাররা অর্থই ঢালবে না। ভারত অংশ না নিলে আর্থিক দিক থেকে ক্ষতিই হবে।''
পিসিবি-র প্রাক্তন প্রধান পঞ্চাশ ওভারের বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে বলেছিলেন, শত্রুদের দেশে যাচ্ছি আমরা। ভবিষ্যতে পাকিস্তান যদি ভারতের মাটিতে এসে খেলতে অস্বীকার করে, তাহলে জোর আলোড়ন তৈরি হবে। ভারতও যদি পাকিস্তানের মাটিতে গিয়ে না খেলে, তাহলেও আলোচনা হবে। আমার মনে হয়, ভারতকে ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি হবেই না।''
