আজকাল ওয়েবডেস্ক: রোহিত-যুগ শেষ। এবার ভারতীয় ক্রিকেটে শুরু হতে চলেছেন গিল-যুগ। গিলকে ওয়ানডে ফরম্যাটের দায়িত্ব তুলে দেওয়ার অর্থ হল পুরনোদের নিয়ে আর ভাবছেন না নির্বাচকরা। দেশের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া বলছেন, ''গিল ভারতীয় ওয়ানডে দলের নতুন অধিনায়ক।
ইতিমধ্যেই টেস্টে অধিনায়ক, টি-টোয়েন্টিতে সহ-অধিনায়ক এবং এখন ওয়ানডেতেও অধিনায়ক। ভারত একজন সব-ফরম্যাটের অধিনায়ক খুঁজছিল এবং এখানে এটি প্রায় স্বাক্ষরিত হয়েছে। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে গিল অধিনায়ক হবে। সেই সঙ্গে ২০২৭ সালের বিশ্বকাপে রোহিতের জায়গা অনিশ্চিত হয়ে গেল।''
আরও পড়ুন: মহিলাদের ভারত-পাক ম্যাচের আগে নাটক আর নাটক, পাক সাংবাদিকের প্রশ্ন মাঝপথেই থামিয়ে দেওয়া হল
ওয়ানডেতে রোহিতের ভবিষ্যৎ প্রসঙ্গে আকাশ চোপড়া বলছেন, ''তাহলে রোহিত শর্মার জন্য এর প্রভাব কী? রোহিত ভাল খেলেছে, অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছে এবং ফাইনালেও প্লেয়ার অফ দ্য ম্যাচ ছিল। অধিনায়কের নাম টিম শিটে প্রথমে থাকে এবং দল ক্যাপ্টেনের চিন্তাভাবনা অনুযায়ী চলে। কিন্তু একজন হলে সমস্ত নির্বাচনের সিদ্ধান্ত সেই প্রেক্ষাপটে নেওয়া হয়। তোমার ফর্ম কেমন? তুমি যদি আর অধিনায়ক না থাক, তাহলে কোনও গ্যারান্টি নেই যে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলবে রোহিত। রান করতে থাক, কিন্তু রান না পেলে কী হবে আমরা জানি না। এটাই বাস্তব। ভারতীয় ক্রিকেটে শুভমান গিলের যুগ আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গিয়েছে।''
অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা জানিয়ে দিয়ে গেল রোহিত শর্মার হাত থেকে অধিনায়কত্ব চলে গেল পুরোপুরি। তবে দলে জায়গা পেয়েছেন হিটম্যান এবং বিরাট কোহলি।
একদিনের সিরিজের পাশাপাশি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে ভারতীয় দল। এদিন ঘোষণা করে দেওয়া হয়েছে টি-টোয়েন্টি স্কোয়াডও। দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। সহ অধিনায়ক হচ্ছেন শুভমান গিল। টি-টোয়েন্টি সিরিজের দলে অবশ্য বেশি পরিবর্তন নেই। যে দলকে এশিয়া কাপে খেলতে দেখা গিয়েছিল সেই দলকেই খেলতে দেখা যাবে অস্ট্রেলিয়াতেও। বুমরাকে একদিনের সিরিজে না দেখা গেলেও টি-টোয়েন্টি সিরিজে খেলতে দেখা যাবে।
এই সিরিজে মূল আকর্ষণই রোহিত এবং কোহলির প্রত্যাবর্তন। যে কারণে একদিনের সিরিজে পুরো প্যাকড আপ স্টেডিয়াম থাকবে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই, টিকিটও বিক্রি হয়ে গিয়েছে বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া ক্রিকেট। উল্লেখ্য, এই অস্ট্রেলিয়াতে খেলেই টেস্ট থেকে অবসর নিয়েছিলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। দীর্ঘ সময় পর সেই অস্ট্রেলিয়ার মাটিতেই নীল জার্সি গায়ে প্রত্যাবর্তন ঘটতে চলেছে দুই তারকার। পার্থে চলতি অক্টোবরেই শুরু হচ্ছে একদিনের ক্রিকেটের সিরিজ।
আরও পড়ুন: এশিয়া কাপ জিতেও মনস্তাপ গেল না সূর্যর, জীবনের বড় আক্ষেপের কথা ফাঁস ভারত অধিনায়কের ...
