সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিঙ্কু সিংয়ের সঙ্গে কি অবিচার করা হচ্ছে? কেকেআর-এর এই বিস্ফোরক ব্যাটারকে কি ঠিক জায়গায় নামাচ্ছে টিম ইন্ডিয়া? ভারতের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া ভরাতীয় টিম ম্যানেজমেন্টের স্ট্র্যাটেজি নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন।

আকাশ চোপড়া বলেছেন, ''আমরা কি রিঙ্কু সিংয়ের সঙ্গে ঠিকঠাক ব্যবহার করছি? এটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি এই প্রশ্ন কেন করছি? রিঙ্কুকে দলে রাখবে, দলের অটোমেটিক চয়েস। বাংলাদেশ বা তার আগেও দলে ছিল রিঙ্কু। উপরের দিকে রিঙ্কুকে ব্যাট করতে পাঠানো হলে পাওয়ারপ্লে-তে ব্যাট করার সুযোগ পায়। প্রতিবারই ও রান করেছে।'' 

বেশি ওভার ব্যাট করার সুযোগ পেলে রিঙ্কু ধারাবাহিক ভাবে রান করে গিয়েছেন। কঠিন পরিস্থিতিতে রিঙ্কুর ব্যাট নির্ভরতা জোগায়। প্রশংসনীয় স্ট্রাইক রেট বজায় রেখে রান করে চলে। আকাশ চোপড়া বলছেন, ''প্রতিবার হাফ সেঞ্চুরি করেছে। ক্রাইসিস ম্যান হিসেবে উঠে এসেছে রিঙ্কু। ভাল স্ট্রাইক রেট বজায় রেখে হাফ সেঞ্চুরি করেছে। এখনই তো সময় ওকে চার নম্বরে পাঠানোর। রিঙ্কুকে ছ'নম্বরে ব্যাট করতে পাঠানোর যুক্তিটা কী?''

২০টি টি-টোয়েন্টি ইনিংসে রিঙ্কুর রান ৪৯০। যখনই সুযোগ পাচ্ছেন, তখনই নিজেকে প্রমাণ করছেন। তবুও তাঁকে কেন পাঠানো হচ্ছে নীচের দিকে? প্রশ্ন তুললেন আকাশ চোপড়া। ভারতের টিম ম্যানেজমেন্টের কানে কি ঢুকল?