আজকাল ওয়েবডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম দু'দিন পারথের পিচের চরিত্র দেখে রসিকতা করে বসলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান। 

প্রথম দিন ছিল বোলারদের। দ্বিতীয় দিন পিচ অপেক্ষাকৃত সহজ হয়ে যায়। রান করাও সহজ হয়ে গেল। প্রথম দিন যে পিচে ব্যাট করা একপ্রকার বিভীষিকা ছিল, দ্বিতীয় দিন সেই পিচেই ভারতের দুই ওপেনার সাবলীল ভাবে ব্যাট করে গেলেন। অজি বোলাররা তাঁদের নখ-দাঁত বের করতে পারেননি। 

পারথের পিচের এহেন চরিত্র দেখার পরে ইরফান পাঠান মজা করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, ''এত দ্রুত তো আমার স্ত্রীরও মেজাজ পরিবর্তন হয় না।'' 

 

দুর্দান্ত বোলিংয়ের পর পারথ টেস্টের দ্বিতীয় ইনিংসে ভালই করেছে টিম ইন্ডিয়া। দ্বিতীয় দিনের শেষে ভারতের রান বিনা উইকেটে ১৭২। প্রথম ইনিংসে ১১ জন ব্যাটার মিলে যে রান করেছিলেন, দ্বিতীয় ইনিংসে প্রথম দু' জন মিলেই সেই রান টপকে দেবেন, এমনটা কি কেউ ভেবেছিলেন?

?ref_src=twsrc%5Etfw">November 23, 2024

দ্বিতীয় দিনের শেষে যশস্বী জয়সওয়াল ৯০ রানে অপরাজিত। লোকেশ রাহুলও ৬২ রানে অপরাজিত রয়েছেন। ভারত ২১৮ রানে এগিয়ে। মাত্র একদিনেই পুরোদস্তুর বদলে গিয়েছে পারথের চরিত্র। পিচের এই অদ্ভুত ভোলবদল দেখে অবাক অনেকেই। বিস্মিত ইরফান পাঠানও। হতবাক ইরফান নিজের স্ত্রীর প্রসঙ্গ উত্থাপ্পন করে পারথের চরিত্র নিয়ে মন্তব্য করেছেন। দেশের প্রাক্তন বাঁ হাতির এহেন মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।