আজকাল ওয়েবডেস্ক: নিজের একদিনের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে ইরফান পাঠানের সঙ্গে খোলামেলা আলোচনা করেন রোহিত শর্মা। স্পষ্ট জানান, টি-২০ এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেও, যতদিন পারবেন একদিনের ক্রিকেটে খেলা চালিয়ে যেতে চান। তবে তিনি মনে করেন, গেম টাইম পাওয়া রোহিত শর্মা এবং বিরাট কোহলির জন্য চ্যালেঞ্জিং হবে। পাঠান বলেন, 'নতুন ফিটনেস টেস্ট মোটেই সহজ নয়। কেউ সেটা ক্লিয়ার করতে পারলে বুঝতে হবে, তাঁর ফিটনেস খুবই ভাল। ওর সঙ্গে আমার ফোনে লম্বা কথা হয়েছে। ওর ভবিষ্যৎ পরিকল্পনা জানার জন্য আমি ফোন করেছিলাম। ও খুবই উদগ্রীব। ও খেলা চালিয়ে যেতে চায়। প্লেয়ার যতক্ষণ ফিট আছে, বয়স পার্থক্য গড়ে দেয় না। কিন্তু ওর কাছে গেম টাইম পাওয়া চ্যালেঞ্জিং হবে। ভারতের হয়ে খেলার সময় মনে হয় না মোটিভেশনের কোনও অভাব হবে। সেটা রোহিত হোক, বা বিরাট বা মহম্মদ সামি। তবে ওরা কতটা গেম টাইম পাবে এবং কতদিন খেলা চালিয়ে যেতে পারবে, সেটাই প্রশ্ন। কারণ ওরা টেস্ট এবং টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছে।' 

২০২১ সংযুক্ত আরব আমিরশাহি বিশ্বকাপের স্মৃতি ভুলতে চাইবেন বরুণ চক্রবর্তী। জঘন্য পারফরম্যান্স ছিল রহস্য স্পিনারের। কিন্তু এবার এশিয়া কাপে তাঁকেই এক্স ফ্যাক্টর মনে করছেন ভারতের প্রাক্তনী। পাঠান বলেন, 'সবাই ভাবে অলরাউন্ডাররা দলে এক্স ফ্যাক্টর নিয়ে আসে। তবে আমি বরুণ চক্রবর্তীর দিকে তাকিয়ে থাকব। কারণ অবশ্যই ও বিশ্বকাপের প্রায়শ্চিত্ত করতে চাইবে। ২০২১ দুবাই বিশ্বকাপে বরুণকে দলে নেওয়া হয়েছিল। সেই সময় ভাল কিছু করতে পারেনি। এবার আমার নজর ওর দিকে থাকবে। কারণ ও আত্মবিশ্বাসী থাকবে। দলে এক্স ফ্যাক্টর আনতে পারে।' 

ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে বেশ কিছুদিন ধরেই চর্চা চলছে। পাঠান মনে করেন, যশপ্রীত বুমরা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বোলারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের সময় করা যাবে না। পাঠান বলেন, 'আপনারা নিশ্চয়ই শুনেছেন, অ্যাশেজের জন্য নিজের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ম্যানেজ করবেন প্যাট কামিন্স। তাই তার আগে বেশ কয়েকটা ম্যাচে খেলবে না। কিন্তু অ্যাশেজের মধ্যে কি ও নিজের ওয়ার্কলোড নিয়ে ভাববে? এই বিষয়টা নিয়ে খুব চর্চা চলছে। মানছি সবাই এত ক্রিকেট খেলে, ওদের ওয়ার্কলোড সামলাতে হবে। কিন্তু সেটা সিরিজ চলাকালীন নয়। তাহলে রেজাল্ট পাওয়া যাবে না।'