রোজ রোজ যদি বাড়িতে উঠতে বসতে অশান্তি, ঝামেলা লেগেই থাকে মানসিক শান্তি বিঘ্নিত হয়। আর এর সরাসরি প্রভাব পড়ে কাজ, মুডের উপর। না বাড়ি থাকতে বা ফিরতে ভাল লাগে, না বাড়ি থেকে দূরে থাকা যায়। তবে এই ঝামেলা, অশান্তির কারণ যে কেবল বাড়ির কোনও নির্দিষ্ট এক বা দুজন সদস্যের কারণে হয় সেটা কিন্তু নাও হতে পারে। হতেই পারে আপনার বাড়ির বাস্তু ঠিক নেই, আর তার কুপ্রভাব পড়ছে আপনাদের বাড়ির সকলের উপর। ছবি- এআই দ্বারা নির্মিত
2
9
বাড়ি এবং জীবনে শান্তি বজায় রাখতে কিছু নির্দিষ্ট জিনিস মেনে চলা আবশ্যক। একই সঙ্গে দেখে নিন, বাস্তু শাস্ত্র অনুযায়ী বাড়িতে কোন কোন বদল আনলে শান্তি বজায় থাকে এবং কী করলে শান্তি বিঘ্নিত হয়। ছবি- এআই দ্বারা নির্মিত
3
9
ঘরের উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণ ভীষণই গুরুত্বপূর্ণ একটি দিক। এই কোণের সঙ্গে মানসিক স্বাস্থ্য যুক্ত। স্পষ্ট ভাবনা চিন্তা, ইতিবাচক ভাবনা, সুস্থ মানসিক স্বাস্থ্যের জন্য বাড়ির এই কোণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। এই কোণ অপরিষ্কার, আবর্জনায় ভর্তি থাকলে চিন্তা, মানসিক চাপ বৃদ্ধি পায়। ঝগড়া, ঝামেলা লেগেই থাকে। ছবি- এআই দ্বারা নির্মিত
4
9
ঈশান কোণ কেবল পরিষ্কার, পরিচ্ছন্ন রাখলেই হবে না। এদিকে যদি পারেন একটি পেতলের পাত্রে জল ভরে রাখতে পারেন। বা স্বস্তিক চিহ্ন এঁকে রাখুন। ছবি- এআই দ্বারা নির্মিত
5
9
যেটা শোয়ার ঘর সেখানে নেতিবাচক কোনও ছবি, কুরুক্ষেত্র বা যুদ্ধের কোনও ছবি, একটা পাখির ছবি, বিষাদমাখা ছবি রাখবেন না। এগুলো নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে। স্বামী, স্ত্রীর মধ্যে ঝগড়া, অশান্তি বাড়ায়। ছবি- এআই দ্বারা নির্মিত
6
9
শোয়ার ঘর সব সময় পরিষ্কার রাখুন। দক্ষিণ অথবা পূর্ব। দিকে মাথা রেখে ঘুমোন । বিছানার উল্টো দিকে একেবারেই আয়না রাখবেন না। খাটের নিচ এটা, ওটা দিয়ে ভর্তি করে রাখবেন না। ঘরে হালকা নীল, বা কোনও হালকা কোনও প্যাস্টেল রং করাতে পারেন। ছবি- এআই দ্বারা নির্মিত
7
9
বাড়িতে অতিরিক্ত লাল বা উজ্জ্বল রং ব্যবহার করা থেকে বিরত থাকুন। অগ্নির উর্জা বেশি বাড়তে দেবেন না ঘরে। এতে সংসারে ঝামেলা বৃদ্ধি হয়। ছবি- এআই দ্বারা নির্মিত
8
9
ঘরের মাঝখানে জায়গা যেটা, অর্থাৎ ব্রহ্মস্থল সেটা যতটা পারবেন ফাঁকা রাখুন। অতিরিক্ত আসবাব পত্র দিয়ে ভর্তি করবেন না। ছবি- এআই দ্বারা নির্মিত
9
9
ঘরে মিষ্টি সুগন্ধের ধূপ, ধুনো ব্যবহার করুন। ঘরে যেন ঢুকলেই সুমিষ্ট গন্ধ নাকে আসে। মন পবিত্র থাকে। রুম ফ্রেশনারের বদলে কর্পূর, চন্দন, ইত্যাদির ব্যবহার করুন। ছবি- এআই দ্বারা নির্মিত