আজকাল ওয়েবডেস্ক: লিডসে হারের পর থেকেই যশপ্রীত বুমরার দ্বিতীয় টেস্ট খেলা নিয়ে জল্পনা সৃষ্টি হয়েছে। সিরিজ শুরুর আগেই তারকা পেসার জানান, ইংল্যান্ড সফরে তিনি তিনটে টেস্ট খেলবেন। কোন তিনটে সেটা অবশ্য জানানো হয়নি। এই বিষয়ে আগাম সতর্কবার্তা দেন রবি শাস্ত্রী। জানিয়ে দেন, এজবাস্টন টেস্টে বুমরাকে বসানো হলে সমস্যায় পড়বে ভারতীয় দল। এবার এই নিয়ে সরব হলেন ভারতের আরেক প্রাক্তন তারকা। বুমরার সব টেস্টে না খেলার বিষয়টি কেন গোপন রাখা হয়নি, সেই নিয়ে প্রশ্ন তুললেন আকাশ চোপড়া। কাঠগড়ায় দাঁড় করান বিসিসিআইকে। তিনি মনে করেন, বুমরা যে পাঁচটা টেস্ট খেলবে না, সেটা জানানো উচিত হয়নি ভারতীয় টিম ম্যানেজমেন্টের। এটা বিপক্ষের প্রস্তুতিতে সাহায্য করে।
আকাশ চোপড়া বলেন, 'বুমরা বলেছে ও তিনটে টেস্ট খেলবে। আমার মনে হয়, সেটা আগাম ঘোষণা করার প্রয়োজন ছিল না। কেন এটা গোপন রাখা হয়নি? আমরা তো আগাম দল ঘোষণা করি না। তাহলে কেন সফর শুরুর আগে জানিয়ে দেওয়া হল বুমরা সবগুলো টেস্ট খেলবে না? ওদের ধোঁয়াশায় রাখা উচিত ছিল। যেই টেস্টে ইচ্ছে করত, তাতে খেলত।' তিনি মনে করেন, বুমরার না খেলার ওপর নির্ভর করছে পিচের চরিত্র। সেই অনুযায়ী উইকেট বানাতে পারে ইংল্যান্ড। এই প্রসঙ্গে চোপড়া বলেন, 'ও একটা টেস্ট খেলে ফেলেছে। সবাই জানে চারটের অধ্যে আরও দুটোতে খেলবে। যা মোটেই ভাল বার্তা নয়। দ্বিতীয় টেস্টে খেললে, বাকি তিনটের মধ্যে একটাতে খেলবে। সুতরাং, প্রতিপক্ষের জন্য এটা সুবিধা হয়ে যায়। বিপক্ষের সেরা অস্ত্র নেই জেনে, সেই অনুযায়ী ওরা পিচ বানাতে পারে।' এদিন এই প্রসঙ্গে মন্তব্য করেন রবি শাস্ত্রীও। ভারতের প্রাক্তন কোচ দাবি করেন, এজবাস্টনে বুমরাকে না খেলানো হলে, সিরিজ ০-২ এ পিছিয়ে পড়তে পারে ভারত।
