আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের হয়ে বাজি ধরছেন ভারতের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী।
অস্ট্রেলিয়া, জিম্বাবোয়ে ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজে সম্প্রতি খেলেছে পাকিস্তান। এবং সকটিতেই জিতেছে। যদিও পাকিস্তানকে নিয়ে সবসময়েই রয়েছে অনিশ্চয়তা। ওপেনার সাইম আয়ুবকে ছাড়াই দল ঘোষণা হয়েছে পাকিস্তানের।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত, নিউজিল্যান্ড, বাংলাদেশের গ্রুপে রয়েছে পাকিস্তান। সেই পাকিস্তান সম্পর্কে শাস্ত্রী বলেছেন, ''গত ছ-আট মাস ধরে সাদা বলের ফরম্যাটে খেলে চলেছে পাকিস্তান। খুবই শক্তিশালী পারফরম্যান্স তুলে ধরেছে তারা। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার মাটিতে।''
সাইম আয়ুব ছাড়াও পাকিস্তান যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভাল করবে বলেই মন করেন শাস্ত্রী। তিনি বলেন, ''টপ অর্ডারে পাকিস্তান সাইম আয়ুবকে মিস করবে। ও দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। কিন্তু বিপজ্জনক হওয়ার মতো গভীরতা রয়েছে পাকিস্তানে। বিশেষ করে ঘরের মাটিতে। আমার মতে, পাকিস্তান সেমিফাইনালে পৌঁছবে। তার পর সেটা যে কোনও দলেরই ম্যাচ।''
যে কোনও দলের কাছে পাকিস্তান কিন্তু শক্তিশালী প্রতিপক্ষ। শাস্ত্রীকে বলতে শোনা গিয়েছে, ''পাকিস্তান অত্যন্ত বিপজ্জনক দল। ওরা যদি নক আউটে পৌঁছয় তাহলে ওরা আরও বিপজ্জনক দলে পরিণত হবে।''
