আজকাল ওয়েবডেস্ক: যশস্বী জয়সওয়ালকে আউট দিয়ে প্রবল চর্চায় বাংলাদেশের তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা। 
সুনীল গাভাসকরের মতো প্রাক্তন ক্রিকেটার তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশের তৃতীয় আম্পায়ারকে। একটা ভুল সিদ্ধান্ত ভারতকে হারের দিকে ঠেলে দিল। অস্ট্রেলিয়ার কাছে হারের পরে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার সম্ভাবনা প্রায় শেষ হয়ে গেল। জয়সওয়াল টিকে থাকলে অজিদের কাজটা কঠিনই হত। 

বাংলাদেশি তৃতীয় আম্পায়ারের এহেন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন সুনীল গাভাসকর। তিনি বলেন, ''এভাবে কখনওই আউট দেওয়া যায় না। প্রযুক্তি থাকলে, তার সদ্ব্যবহার করা উচিত। প্রযুক্তিকে অগ্রাহ্য করে, তুমি কী দেখছ, তার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া একদমই উচিত নয়। দৃষ্টিবিভ্রম হতে পারে। বহুবার এমন হতে দেখেছি আমরা।'' 

স্নিকো প্রযুক্তি কট বিহাইন্ড ধরতে না পারলেও যশস্বী জয়সওয়ালকে আউটের সিদ্ধান্ত দেন শরফুদ্দৌলা।

গাভাসকর বলছেন, ''বলের যে ছবিটা দেখানো হচ্ছে, ব্যাটারকে অতিক্রম করার পরে সেটা সুইং করেছে। লেট সুইংও হতে পারে।'' কিন্তু বাংলাদেশের তৃতীয় আম্পায়ার প্রযুক্তিকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে জয়সওয়ালকে আউট দিয়ে দেন। 

ভাঙনের মুখে জয়সওয়াল একদিক ধরে রেখেছিলেন তিনি। প্যাট কামিন্সের বাউন্সারে উইকেটকিপার অ্যালেক্স ক্যারের কাছে যশস্বীর  ক্যাচের আবেদন করে অস্ট্রেলিয়া। অন ফিল্ড আম্পায়ার আউট দেননি। কামিন্স রিভিউ নেন। 
রিপ্লেতে দেখা যায় বল ব্যাট ও গ্লাভস ছুঁয়েছে। শরফুদ্দৌলাও সিদ্ধান্ত নেওয়ার সময় জানান, তিনি স্পষ্ট করেই দেখতে পেয়েছেন বলের গতিপথ পরিবর্তন হয়েছে। তবে আরও নিশ্চিত হওয়ার জন্য তিনি স্নিকোর সাহায্য চান।

তখনই যত গন্ডোগোল তৈরি হয়।  স্নিকোতে ধরা পড়েনি যে বল ব্যাটে লেগেছে। স্নিকোর তোয়াক্কা না করেই শরফুদ্দৌলা আউট দিয়ে দেন যশস্বীকে। ভারতের ব্যাটারকে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে। যদিও অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং কিন্তু আম্পায়ারের সিদ্ধান্তকে সমর্থনই করেছেন।