আজকাল ওয়েবডেস্ক: শনিবার থেকে শুরু দ্বিতীয় টেস্ট। কিন্তু ইডেন টেস্ট হারের সমালোচনার শেষ নেই। ঘরের মাঠে আত্মসমর্পণের পর আবার অতীত ফিরে আসছে। বছরের শুরুতে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয় টিম ইন্ডিয়া। সেটা অবশ্য রোহিত শর্মা জমানায়। তবে গৌতম গম্ভীর দায়িত্ব নেওয়ার পর টেস্টে সাফল্য নেই ভারতের। ইংল্যান্ড সিরিজে টেস্ট অধিনায়ক হিসেবে হাতেখড়ি হয় শুভমন গিলের। অভিষেক সিরিজে নজর কাড়েন। নতুন কোচ-অধিনায়ক জুটি লাল বলের ক্রিকেটে নিজেদের প্রতিষ্ঠিত করার লড়াইয়ে। এরই মাঝে প্রশ্ন তুলে দিলেন রবিন উথাপ্পা। মূলত দলের গভীরতা নিয়েই প্রশ্ন তুললেন। ধারাবাহিকতার প্রসঙ্গও তোলেন। এই সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অঙ্গ। কিন্তু আদৌ টেস্টের বিশ্বকাপ জেতার যোগ্যতা আছে কিনা এই দলের, সেই নিয়ে প্রশ্ন তুললেন।
রবিন উথাপ্পা বলেন, 'সফরকারী দলগুলো ভারতের থেকে অনেক কম ক্রিকেট খেলে। যার ফলে প্রস্তুতির সময় বেশি পায়। অত্যধিক ক্রিকেট খেলা হচ্ছে।' প্রাক্তন তারকার ধারণা, প্রত্যেক পরিস্থিতিতে একই ফর্মুলা প্রয়োগ করছে ভারতীয় দল। লক্ষ্য সেট করে এগোনোর প্রস্তাব দিলেন। উথাপ্পা বলেন, 'এক ফর্মুলায় রেজাল্ট চাইছে ভারতীয় দল। পরের দু'বছরের লক্ষ্য সেট করে এগোতে হবে।' গৌতম গম্ভীর এবং শুভমন গিলকে তাঁদের ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরার অনুরোধ জানান। উপমহাদেশের বাইরে ভারতের টেস্ট বোলিংয়ের গভীরতা নিয়েও প্রশ্ন তোলেন। উথাপ্পা বলেন, 'সবার লক্ষ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়া। তবে এই দল কি সেই জায়গায় যাওয়ার জন্য তৈরি? বুমরা এবং সিরাজ ছাড়া কে কার্যকরী? আমাদের তৃতীয় পেসারের অভাব রয়েছে। সেই জায়গার অন্য অনেককে তৈরি করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এখনও আমাদের নির্দিষ্ট কোনও তৃতীয় পেসার নেই।'
বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলে চার জয়ের পাশাপাশি তিন টেস্টে হেরেছে ভারত। এইভাবে চললে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা সম্ভব নয়। সম্প্রতি লাল বলের ক্রিকেটে ঘরের মাঠে ব্যর্থতার উল্লেখ করেন উথাপ্পা। ভারতের প্রাক্তন তারকা মনে করেন, গুয়াহাটি টেস্টের আগে নিজেদের নতুন করে মানসিকভাবে তৈরি না করতে পারলে বিপদে পড়তে হবে। সিরিজে সমতা ফিরিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লড়াইয়ে টিকে থাকতে চাইবে টিম ইন্ডিয়া।
