আজকাল ওয়েবডেস্ক: আইপিএল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের সমালোচনায় ভারতের প্রাক্তন ক্রিকেটার রবিন উত্থাপ্পা। ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগে রাচীন রবীন্দ্রকে নিজেদের অ্যাকাডেমিতে প্রস্তুতির সুযোগ দিয়েছিল সিএসকে। এই সুযোগে রাচীন দেশের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেন। তার ফলও পড়ে সদ্য সমাপ্ত ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজে। 

গ্রেটার নয়ডায় আফগানিস্তানের বিরুদ্ধে এক ম্যাচের টেস্ট সিরিজের আগে রাচীন রবীন্দ্র সিএসকে-র অ্যাকাডেমিতে অনুশীলনের জন্য আবেদন করেছিলেন। কিউয়ি তারকার আবেদনে সাড়া দিয়ে সিএসকে নিজেকের অ্যাকাডেমি ছেড়ে দেয় রাচীন রবীন্দ্রর জন্য। এর সুফল পান কিউয়ি ব্যাটার। বেঙ্গালুরুতে অনুষ্ঠিত প্রথম টেস্টে রাচীন রবীন্দ্র ১৩৪ রান করেন। দ্বিতীয় ইনিংসে ৩৯ রানে অপরাজিত থেকে যান রাচীন। ম্যাচের সেরা নির্বাচিত হন রাচীন রবীন্দ্র।

পুরস্কার গ্রহণের সময়ে চেন্নাইকে ধন্যবাদ জানান কিউয়ি ব্যাটার। তাঁর প্রস্তুতির রহস্য ফাঁস করেন। সিএসকে-র এই পদক্ষেপের সমালোচনা করেন উত্থাপ্পা। তিনি বলেন, "রাচীন রবীন্দ্র চেন্নাইয়ে এসে সিএসকে-র অ্যাকাডেমিতে অনুশীলন করল। সিএসকে দুর্দান্ত এক ফ্র্যাঞ্চাইজি। নিজেদের প্লেয়ারদের ভাল-মন্দের দিকে সবসময়ে নজর দেয়। কিন্তু যেখানে দেশের স্বার্থ সবার আগে, সেখানে ভাবনা চিন্তা করার দরকার আছে বলেই মনে করি। বিশেষ করে বিদেশের কোনও ক্রিকেটার যে এদেশের বিরুদ্ধে খেলবে। এরকম ক্ষেত্রে সূক্ষ্ম বিভাজন থাকা দরকার। '' 

২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য উত্থাপ্পা মনে করেন, সিএসকে-র অ্যাকডেমিতে প্রস্তুতির জন্যই রাচীন রবীন্দ্রর ব্যাট কথা বলেছে। উত্থাপ্পা বলেন, ''সেই প্রস্তুতির প্রেক্ষিতে রাচীন রবীন্দ্র দুর্দান্ত ব্যাটিং করে। বিদেশের কোনও ব্যাটারের এটাই সেরা ইনিংস। ওরকম উইকেটে ১৩৪ রান দুর্দান্ত ব্যাটিংয়েরই পরিচয় দেয়। নিউজিল্যান্ড ক্রিকেটের ভবিষ্যৎ রাচীন রবীন্দ্র সেটা বোঝাই গিয়েছে।''