আজকাল ওয়েবডেস্ক: আইপিএল চলাকালীন টেস্ট ফরম্যাট থেকে সরে গিয়েছিলেন রোহিত শর্মা। রোহিতের পথ ধরে বিরাট কোহলিও লাল বলের ফরম্যাটকে বিদায় জানান। 

দুই তারকা ক্রিকেটার এখন কেবল ওয়ানডে ফরম্যাট খেলবেন। কিন্তু দুই মহারথী ক্রিকেটার একটা ফেয়ারওয়েল ম্যাচও পেলেন না। এটাই পীড়িত করছে প্রাক্তন ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্তের। 
 
তিনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে ছেড়ে কথা বলেননি। নিজের ইউটিউব চ্যানেলে শ্রীকান্ত বলেছেন, ''দেশের হয়ে একশো টেস্ট যে খেলেছে, সে দুর্দান্ত ক্রিকেটার ধরে নিতেই হবে। তাকে ফেয়ারওয়েল দেওয়া উচিত। বিরাট কোহলি ও রোহিত শর্মা যখন অবসর নেয়, তখন একটা গ্যাপ থেকে গিয়েছে। বোর্ড ওদের দু'জনের সঙ্গেই কথা বলতে পারত। এটা ভারতীয় ক্রিকেটের জন্য দৃষ্টিকটূ।'' দুই ক্রিকেটারের অবসর নিয়ে গোটা দেশ আলোড়িত। প্রাক্তন ক্রিকেটাররা মুখ খুলেছেন। এবার সেই তালিকায় নতুন সংযোজন কৃষ্ণমাচারি শ্রীকান্ত। 

শ্রীকান্ত মনে করেন, কোহলির অবসর গ্রহণ তাড়াতাড়ি হয়ে গিয়েছে। প্রাক্তন তারকা ওপেনার বলছেন, ''বিরাট কোহলির অবসর দ্রুত হয়ে গেল। বিরাট কোহলি আরেকটু ভাল সেন্ড অফ পেতে পারত। এখনও দু'বছরের ক্রিকেট বেঁচে ছিল ওর মধ্যে। বিরাট কোহলির মতো একজন ক্রিকেটার পাওয়া সত্যিই কঠিন।''  বিরাট কোহলির পরিবর্ত পাওয়া কঠিন। কঠিন রোহিত শর্মার বিকল্প খুঁজে পাওয়াও।  ইংল্যান্ড সিরিজের ঠিক আগেই বিরাট ও রোহিতের টেস্ট অবসর শোরগোল ফেলে দিয়েছিল।

আরও পড়ুন: 'আশ্চর্যের বিষয়,' ২০১৯ বিশ্বকাপে ধোনির মন্থর ব্যাটিং নিয়ে মুখ খুললেন কিউয়ি তারকা...


সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় রোহিত নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছিলেন। তারপর থেকেই একাধিক জল্পনা ছড়ায়। অনেকেই বলতে থাকেন, রোহিতকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয়েছে। যার পিছনে রয়েছে হেড কোচ গৌতম গম্ভীর ও নির্বাচক প্রধান অজিত আগরকার। কিন্তু আসল সত্যিটা কী?‌ অবসরের প্রায় তিন মাস পর খোলসা করলেন রোহিত নিজেই।
একটি অনুষ্ঠানে হাজির হয়ে রোহিত সরাসরি অবসরের কারণ জানাননি ঠিকই। তবে কেন অবসর নিতে হয়েছে তার একটা ইঙ্গিত দিয়েছেন। রোহিত জানিয়েছেন, তাঁর শরীর আর টেস্ট খেলার ধকল নিতে পারবে না বুঝেই সরে গিয়েছেন। রোহিতের কথায়, ''টেস্টের জন্য আলাদা করে প্রস্তুতি নিতে হয়। কারণ খেলাটা দীর্ঘমেয়াদী। টেস্টে আপনাকে পাঁচ দিন টিকে থাকতেই হবে। মানসিক ভাবে সেটা খুব চাপের। শরীর বিধ্বস্ত হয়ে পড়ে। তবে এটাও ঠিক, প্রথম শ্রেণির ক্রিকেট খেলেই সবাই বড় হয়।'' 

কোহলির অবসর প্রসঙ্গে অনেকেই মুখ খুলেছেন। বাংলার প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি কোহলির অবসর প্রসঙ্গে মুখ খুলেছেন। বাংলার প্রাক্তন ক্রিকেটার মনে করেন, আরও তিন-চার বছর খেলা চালিয়ে যেতে পারতেন। মনোজ বলেন, ''কোহলি অনায়াসে আরও তিন-চার বছর খেলা চালিয়ে যেতে পারত। ক্রিকেট ফ্যানদের জন্য অবাক করার মতো খবর। আমিও চমকে গিয়েছিলাম। কারণ আমরা জানি ও শারীরিকভাবে খুবই ফিট। ইংল্যান্ড সিরিজের জন্য নিজেকে তৈরিও করছিল।'' 

আরও পড়ুন:  এশিয়া কাপের আগেই নেতিবাচক মন্তব্য তিরাশির বিশ্বজয়ী দলের সদস্যের, টি-টোয়েন্টি বিশ্বকাপে 'ভারতের কোনও সম্ভাবনাই নেই'