আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়া সফরের আগে শুভমন গিলকে সতর্কবার্তা ভারতের প্রাক্তন তারকার। তিনি মনে করেন, আসন্ন পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে চ্যালেঞ্জের সামনে পড়তে হবে তারকা ক্রিকেটারকে। এশিয়া কাপে ছন্দে ছিলেন না গিল। তারওপর যশস্বী জয়েসওয়াল, সঞ্জু স্যামসন ফর্মে আছে। আকাশ চোপড়া মনে করেন, এই সিরিজ থেকেই টি-২০ বিশ্বকাপের পরিকল্পনা করে ফেলবেন গৌতম গম্ভীর। আগের সিরিজে যশস্বী এবং সঞ্জুর পরিবর্তে ওপেন করানো হয় গিলকে দিয়ে। একবছর পর টি-২০ ক্রিকেটে ফিরলেও, রান পাননি। সাত ইনিংসে মাত্র ১২৭ রান করেন। গড় ২১.১৬। টেস্ট এবং একদিনের আন্তর্জাতিকে ইতিমধ্যেই অধিনায়ক করা হয়েছে গিলকে। এবার ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটেও তাঁকে নেতা হিসেবে চাইছেন বোর্ড কর্তারা। তাই শুভমনের দিকে গম্ভীরের নজর থাকবে।
গিল টি-২০ দলে ফেরায় ওপেনিং থেকে সরিয়ে দেওয়া হয়েছে সঞ্জুকে। গত বছর তিনটে শতরান করা সত্ত্বেও জায়গা খোয়ান উইকেটকিপার ব্যাটার। আকাশ চোপড়া মনে করেন, গিলের সংযোজনে অন্যায় হয়েছে সঞ্জুর সঙ্গে। তাই সংক্ষিপ্ত ফরম্যাটে নিজেকে প্রমাণ করতে হবে। আকাশ চোপড়া বলেন, 'এই সিরিজ শুভমন গিলের জন্য গুরুত্বপূর্ণ। একদিনের অধিনায়ক হিসেবেও খুব বেশি রান করতে পারেনি। তবে এটা মাত্র একটা সিরিজ। তাই খুব বেশি যাচাই করা উচিত নয়। তবে ওকে এবার নিজেকে প্রমাণ করতে হবে।' দলে যে প্রতিযোগিতা বেড়েছে, সেটা স্পষ্ট জানিয়ে দিলেন প্রাক্তন তারকা। আকাশ চোপড়া বলেন, 'অনেক প্লেয়ার অপেক্ষা করছে। সঞ্জু স্যামসন ওপেন করে রান পেয়েছে। তাসত্ত্বেও ওকে মিডল অর্ডারে পাঠানো হয়েছে। ওর সঙ্গে অন্যায় হচ্ছে। এটাই গিলের ওপর চাপ বাড়াবে। যশস্বীও অপেক্ষা করছে। ওরও সুযোগ প্রাপ্য। যশস্বীর বেঞ্চে থাকাও গিলের ওপর চাপ সৃষ্টি করবে।' বুধবার থেকে শুরু হবে টি-২০ সিরিজ।
