আজকাল ওয়েবডেস্ক: ভারত-ইংল্যান্ড সিরিজ শুরুর আগে থেকেই যশপ্রীত বুমরাকে নিয়ে চর্চা শুরু হয়েছে। সেটা এখনও অব্যাহত। ইংল্যান্ডে‌ পাঁচের মধ্যে তিনটে টেস্টে খেলেন তারকা পেসার। এবার এশিয়া কাপে তাঁর খেলা নিয়ে সংশয় রয়েছে। বুমরার‌ সমালোচনায় সঞ্জয় মঞ্জরেকর। কাকতালীয়ভাবে, যে দুটো টেস্টে তারকা পেসার খেলেন, সেই দুটোই হেরেছে ভারত। এই প্রসঙ্গ তোলেন ভারতের প্রাক্তনী। মঞ্জরেকের বলেন, 'খেলা সবসময় আয়না দেখিয়ে দেয়। আমরা যতই বাকি জিনিস নিয়ে মাতামাতি করি না কেন। যে দুটো টেস্টে ভারত জিতেছে, সেই দুটোতেই খেলেনি বুমরা। এটা পোয়েটিক জাস্টিস। এবার ভারতীয় নির্বাচকদের চোখ খুলে দেওয়া উচিত। বড় নামের ক্ষেত্রে কিছু সিদ্ধান্ত নিতে হবে নির্বাচকদের। এই সিরিজ ওদের এবং আমাদের জন্য বড় শিক্ষা। যে দুটো টেস্টে ভারত জিতেছে তাতে বিরাট, রোহিত, পূজারা, সামি বা বুমরা ছিল না। এটাই আমাদের সত্যিটা দেখিয়ে দিয়েছে। কেউই অপরিহার্য নয়। তাই এবার বুমরাকে ভেবেচিন্তে হ্যান্ডেল করা উচিত।' 

ভারতের প্রাক্তনী মনে করেন, বুমরার জন্য ভারতীয় ক্রিকেটকে মানিয়ে নিতে হবে না। মঞ্জরেকর বলেন, 'আমি বুমরার বড় ফ্যান। ও যদি সত্যিই ভারতীয় ক্রিকেটকে সাহায্য করতে চায়, তাহলে স্থায়িত্ব থাকতে হবে। ১০০ শতাংশ ফিট না থাকা সত্ত্বেও খেলে দেশকে জিততে সাহায্য করাই একজন আসল অ্যাথলিটের পরিচয়। বুমরার জন্য ভারতীয় ক্রিকেটের মানিয়ে নেওয়া উচিত না। বরং বুমরাকে মানিয়ে নিতে হবে। যদি ও চায় তবেই।' 

কয়েকদিন আগেই তারকা পেসারের ওয়ার্কলোড নিয়ে মন্তব্য করেন দিলীপ ভেঙ্গসরকর। বুমরার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে খুশি নন নির্বাচক মণ্ডলীর প্রাক্তন চেয়ারম্যান। তিনি মনে করেন, তাঁর ফিটনেস এমন হলে, আইপিএল থেকে সরে যাওয়া উচিত ছিল। ভেঙ্গসরকর বলেন, 'ভারত-ইংল্যান্ড সিরিজের গুরুত্ব এবং বুমরার পিঠের অবস্থায় কথা মাথায় রেখে, ওকে আইপিএল থেকে সরে দাঁড়াতে বলতে পারত বিসিসিআই, নির্বাচকরা এবং টিম ম্যানেজমেন্ট। এই আইকনিক সিরিজের জন্য সম্পূর্ণ ফিট বুমরাকে প্রয়োজন ছিল। আমি নির্বাচক হলে, মুকেশ আম্বানি এবং বুমরার সঙ্গে কথা বলে আইপিএলে না খেলার বিষয়টা নিশ্চিত করতাম। বা আইপিএলে কম ম্যাচ খেলার কথা বলতাম। আমি নিশ্চিত ওরা সেটা মেনে নিত। আইপিএলে কত রান করেছে, কত উইকেট নিয়েছে কে মনে রাখে? ইংল্যান্ড সিরিজে সিরাজের পারফরম্যান্সের কথা সবাই মনে রাখবে। শুভমন গিল, কেএল রাহুল, যশস্বী জয়েসওয়াল, ঋষভ পন্থের ব্যাটিংয়ের কথা সবাই মনে রাখবে। এমন সিরিজ চার বছরে একবার হয়। ২০২৭ জানুয়ারি পর্যন্ত ভারত আর নিশ্চয়ই কোনও পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে না। তাই এমন সিরিজে বুমরাকে পাঁচ ম্যাচে পাওয়া গেলে ভাল হত। সেক্ষেত্রে সিরিজ জেতার একটা সম্ভাবনা ছিল।' প্রথমে শোনা গিয়েছিল এশিয়া কাপে পাওয়া যাবে না বুমরাকে। কিন্তু এদিন সকালেই খেলার বিষয়ে নিশ্চিত করেন তারকা পেসার।