আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলি তাঁর ফর্মের আশেপাশে নেই। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রয়োজনের সময়ে তাঁর ব্যাট গর্জে ওঠেনি। প্রাক্তন ক্রিকেটার থেকে ভক্তরা পর্যন্ত কোহলির ফর্ম নিয়ে চিন্তিত। এই আবহে ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া ভারতের তারকা কোহলির ফর্ম নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। 

আকাশ চোপড়া বলছেন, ''বিরাট কোহলির ফর্ম কি চিন্তার কারণ? গত পাঁচ বছরে কোহলি মাত্র দুটি সেঞ্চুরি করেছে। ২০২০ সালে ছ'টি ইনিংস খেলেছে বিরাট। গড় মাত্র ১৯। ২০২১ সালে ১৯ টি ইনিংস খেলেছে বিরাট কোহলি। গড় ২৮। একটিও সেঞ্চুরি করেনি।'' 

২০২২ সালে ১১টি ইনিংস খেলেছেন কোহলি। গড় মাতা্র ২৬। সেঞ্চুরি আসেনি। ২০২৩ সালে দুটো সেঞ্চুরি করেন তিনি। গড়ও বেড়ে হয়ে যায় ৫৫। আকাশ চোপড়া বলছেন, ''মনে রাখতে হবে একটা সেঞ্চুরি এসেছে আহেমদাবাদের পাটা পিচে। সেই টেস্ট ম্যাচ ড্র হয়েছিল। এ দিয়ে বিশেষ কিছু বলা সম্ভব নয়। চলতি বছরও আট ইনিংসে ৩২ গড় কোহলির। এই টেস্ট ম্যাচও হয়ে গেল।'' 

এগিয়ে আসছে বর্ডার-গাভাসকর ট্রফি। অস্ট্রেলিয়ার মাটিতে কোহলির ব্যাটের দিকে তাকিয়ে থাকতে হবে ভারতকে। চলতি বছর কোহলি ৯টি ইনিংস থেকে ২২৮ রান করেছেন। 

জিততে থাকলে দোষ-ত্রুটি সেভাবে নজরে আসে না। কিন্তু ব্যর্থতা ধরিয়ে দেয় অনেককিছু। কোহলির সাম্প্রতিক ব্যর্থতা কিন্তু চিন্তার কারণ। বিরাট কোহলি যে কোনও সময়ে জ্বলে উঠতে পারেন। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে কোহলি কী করেন সেটাই দেখার। তিনিও নিশ্চয় নিন্দুকদের মুখ বন্ধ করার জন্য মুখিয়ে রয়েছেন।