আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির দলে যশস্বী জয়সওয়ালকে দরকার পড়বে না ভারতের। দেশের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া মনে করেন যশস্বীর জায়গায় মহম্মদ সিরাজের কথা বিবেচনা করা দরকার।
নাগপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে অভিষেক ঘটেছিল যশস্বীর। সেই ম্যাচে মাত্র ১৫ রানে ফিরে যান যশস্বী। বিরাট কোহলি দ্বিতীয় ওয়ানডে ম্যাচে দলে ফেরায় যশস্বী জয়সওয়ালকে বিশ্রাম দেওয়া হয়।
নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া বলেন, ''ব্যাটিং অর্ডার ঠিকই আছে। রোহিতও রান করতে শুরু করে দিয়েছে। শুভমান গিল দলের সহ অধিনায়ক। ও ভাল ফর্মে রয়েছে। বিরাট কোহলির ফর্মে ফেরা কেবল সময়ের অপেক্ষা। শ্রেয়স আইয়ার চার নম্বরে। পাঁচ নম্বরে কেএল রাহুল, ঋষভ পন্থ অথবা অক্ষর প্যাটেলের মধ্যে কেউ একজন নামবে। পন্থ বা রাহুলের মধ্যে একজনকে বসতে হবে। তার পরেও অতিরিক্ত একজন ব্যাটার রয়েছে। যশস্বী জয়সওয়ালকে দরকার আর হবে না।''
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরাকে নিয়ে অনিশ্চয়তা রয়েছে। চোপড়া মনে করেন, সিরাজের দলে ঢোকা উচিত। আকাশ চোপড়া বলছেন, ''যশস্বীকে খেলানো হবে না। ওকে যদি খেলানো নাই হয়, তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিয়ে গিয়ে কী হবে? যশস্বী জয়সওয়ালের থেকে মহম্মদ সিরাজের খেলার সম্ভাবনা বেশি বলেই আমার মনে হয়।''
আকাশ চোপড়া আরও বলেন, ''দৃঢ়ভাবে আমার মনে হচ্ছে মহমম্দ সিরাজকেই দলে অন্তর্ভুক্ত করা হবে। বিশেষ করে পাকিস্তানের বিরুদ্ধে বোলিং আক্রমণে অভিজ্ঞতার দরকার রয়েছে। তিন ফাস্ট বোলারকে নিয়েই এগনো উচিত। সেরকম হলে সিরাজ দলে আসতেই পারে।''
